হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মাইক্রোসফট কার্যালয়ের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ধোঁয়ার বিশাল কুণ্ডলী

আজকের পত্রিকা ডেস্ক­

মাইক্রোসফটের কার্যালয়ের কাছে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ছবি: স্ক্রিনশট

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম দক্ষিণ ইসরায়েলে হামলার পরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। তারা জানিয়েছে, এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাদের দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী নাগরিকদের প্রাথমিক সতর্কবার্তা দেওয়ার পরপরই রকেট হামলা এবং সেগুলোর প্রতিরোধে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা এখন সোশ্যাল মিডিয়ায় নেগেভের বেয়েরশেভায় আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীর ছবি পোস্ট করছেন।

এদিকে ইসরায়েলের বিরশেভায় মাইক্রোসফটের কার্যালয়ের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এরপর বিরশেভা শহরের একটি স্থানে আগুন ধরে গেলে জরুরি পরিষেবাগুলো সেখানে পৌঁছে যায়।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দক্ষিণাঞ্চলীয় এই শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে। আগুন লাগার স্থানটি একটি প্রযুক্তি পার্কের কাছাকাছি, যেখানে একটি মাইক্রোসফট কার্যালয়ও রয়েছে।

ইসরায়েল পুলিশ জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলে খোলা জায়গায় গোলা পড়ার খবর পেয়েছে। তারা আরও জানিয়েছে, এতে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার বিরশেভার একটি বড় হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টার ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

বিরশেভা নেগেভ মরুভূমিতে অবস্থিত। সেখানে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি রয়েছে।

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা