হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির উদ্যোগের পরও গাজায় থেমে নেই হত্যাযজ্ঞ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় পুরোদমে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি প্রশাসন। গতকাল শনিবার রাতভর গাজাজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত হয়েছে কমপক্ষে ৭২ ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে শিশুও। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

এপির প্রতিবেদন অনুযায়ী, নিহতদের বেশির ভাগই গাজা সিটির বাসিন্দা। এদের মধ্যে ১১ জন নিহত হয়েছে গাজা সিটির কাছে একটি স্টেডিয়ামে চালানো বিমান হামলায়। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ওই স্টেডিয়ামটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আল শিফা হাসপাতালের কর্মীরা জানিয়েছে, শনিবার রাতে ২০ টিরও বেশি মরদেহ এসেছে তাদের কাছে। এদিকে, গাজা সিটির আরেক হাসপাতাল আল-আহলি জানিয়েছে, শনিবার দুপুরেই তাদের কাছে এসেছে ১১ টি মরদেহ।

এ ছাড়া, গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় একটি বসতিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৮ জন, যাদের মধ্যে পাঁচজনই শিশু। হামলা হয়েছে বুরেজি শরণার্থী শিবিরেও। সেখানে নিহত হয়েছে আরও দুইজন।

জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার পর পাঁচ মাসে নিহত হয়েছে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ৬ হাজার ৪৯। তবে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২১ মাসে উপত্যকায় নিহত হয়েছে অন্তত ৫৬ হাজার মানুষ, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

নিহতদের মধ্যে অন্তত ৫০০ জন নিহত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিরিটিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে, আহত হয়েছেন ৪ হাজারের বেশি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছেন তারা। তার দাবি—আগামী এক সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। পরিস্থিতি সম্পর্কে অবগত এক কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, গাজা যুদ্ধবিরতি, ইরান এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করছেন না।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার