হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতীয় নিরাপত্তার জন্য হুমকির দায়ে সৌদি আরবে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

সন্ত্রাসবাদে অর্থায়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সৌদি নাগরিক হাসান বিন আহমেদ বিন মনসুর আল নাসেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ স্টেশন, নিরাপত্তা পয়েন্ট এবং টহল পুলিশের ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

আদালতের শুনানিতে আল নাসেরকে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

আজ সোমবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আল নাসেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

নিরপরাধ মানুষকে যারা আক্রমণ করে ও তাদের রক্তপাত ঘটায় এবং তাদের জীবনের অধিকার লঙ্ঘন করে তাদের ব্যাপারে নিরাপত্তা প্রতিষ্ঠা, ন্যায়বিচার অর্জন এবং ইসলামি শরিয়ার বিধান বাস্তবায়নে সৌদি সরকারের আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ব্যক্তিস্বাধীনতাসহ আরও নানা বিষয়ে ব্যাপক সংস্কারের মাধ্যমে সৌদি আরব আধুনিকতার দিকে প্রবেশ করলেও দেশটিতে মৃত্যুদণ্ডের হার ঐতিহাসিকভাবে বেড়েছে। বিশেষত, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে শূন্য সহনশীলতার পরিচয় দিয়েছেন মোহাম্মদ বিন সালমান।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সৌদি আরবের মৃত্যুদণ্ডের আবেদন বৈষম্য ও অবিচারে ছেয়ে গেছে এবং সৌদি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর ব্যবহার নিয়ে মিথ্যা বলেছে। ভিন্নমতাবলম্বী ও প্রতিবাদকারীদের নির্মূল করার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন