হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে স্পর্শকাতর পোস্ট, ইরাকে রাজনৈতিক বিশ্লেষক গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি উদ্‌যাপনের সময় ইরানের জাতীয় পতাকা হাতে ইরাকিরা। ছবি: এএফপি

ইরাকের রাজধানী বাগদাদে ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে অনলাইনে ‘উসকানিমূলক ও অপমানজনক’ পোস্ট দেওয়ার অভিযোগে দেশটির এক রাজনৈতিক বিশ্লেষককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। আজ বুধবার এক বিবৃতিতে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজনৈতিক ভাষ্যকার আব্বাস আল-আরদাওয়ি সামরিক প্রতিষ্ঠান নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। এই অভিযোগে আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আল-আরদাওয়ি তাঁর এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে দাবি করেন—তাজি ঘাঁটিতে একটি ফরাসি রাডার ইসরায়েলি আগ্রাসনে সহায়তা করেছিল, যা পরে ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে। যদিও তিনি পোস্টটি পরে মুছে ফেলেন, তবে সেটির স্ক্রিনশট ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে অজ্ঞাত ড্রোন এ দুটি ঘাঁটির রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে একটি তাজি ঘাঁটিতে এবং অন্যটি দক্ষিণ ইরাকের ধি কার প্রদেশের ইমাম আলি বিমানঘাঁটিতে। তাজি ঘাঁটি একসময় যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থানস্থল ছিল এবং প্রায়ই ইরান-ইরাক-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে সর্বশেষ এই হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি।

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলায় জড়িত নয়।

আল-আরদাওয়ি ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত, যাঁদের বিরুদ্ধে অতীতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। তিনি দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনধারী প্রো-তেহরান কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক জোটেরও একজন সক্রিয় সমর্থক।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার মতো কোনো বক্তব্য বা কাজের ক্ষেত্রে কারও প্রতিই কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার হলেও এটি জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে সীমাবদ্ধ।

ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইরাকে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, এসব বাহিনী ইসরায়েলকে ইরাকি আকাশসীমা ব্যবহারের সুযোগ করে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন জোট এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

এদিকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে ফরাসি সেনারাও অন্তর্ভুক্ত রয়েছে, যারা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে তাজি ঘাঁটিতে ফরাসি বাহিনীর অবস্থানের কোনো তথ্য নেই।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে