কাতারের নাগরিকত্ব আইন সংশোধন করা হচ্ছে। বিরাজমান তীব্র গোষ্ঠীগত সংবেদনশীলতা কমাতে এবং সমতার ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করতে এটি করা হচ্ছে। গত মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি এ প্রস্তাব করেছেন।
প্রথমবারের মতো নির্বাচিত ‘শূরা কাউন্সিলের’ উদ্বোধনী বৈঠকে আল-থানি বলেন, নাগরিকত্ব একচেটিয়া আইনি বিষয় নয়। এটা সভ্যতা সংশ্লিষ্ট বিষয়, এটা আনুগত্য এবং দায়িত্বের বিষয়। নাগরিকত্ব সংশোধন করতে মন্ত্রিসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা শূরা কাউন্সিলের কাছে পাঠানো হবে।
চলতি মাসের শুরুতে কাতারে প্রথমবারের মতো আইনসভা বা শূরা কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ৪৫ সদস্যের ৩০ সদস্য জনগণের ভোট নির্বাচিত হয়। বাকিদের নিয়োগ দেবেন আমির। নির্বাচন কাউন্সিলের নতুন আইনের কারণে কয়েকটি গোষ্ঠী এতে ভোট দিতে পারেনি, যা নিয়ে তীব্র সমালোচনা হয়।