হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা নয়, ইসরায়েলের যুদ্ধের কেন্দ্রবিন্দু এখন লেবানন

লেবাননে আজ সোমবার বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। আকাশপথের এই ইতিমধ্যে ১৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় আহত হয়েছেন আরও ৭২৭ জন। সোমবার রাতে বিবিসি জানিয়েছে, দক্ষিণ লেবাননে অবস্থিত হিজবুল্লাহ গেরিলাদের ৮০০ অবস্থান টার্গেট করে এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজা যুদ্ধের মধ্যেই লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। লেভান্ট ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের পরিচালক সামি নাদের মত দিয়েছেন, ইসরায়েলের যুদ্ধের কেন্দ্রবিন্দু গাজা থেকে সরে গেছে। লেবাননের পরিস্থিতিকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেছেন সামি। কারণ ইসরায়েলের হামলা এবং গোলার মুখে পড়েছে লেবাননের বেসামরিক মানুষেরাও।

আল-জাজিরাকে সামি বলেন, ‘এটি এখন স্পষ্ট যে, এই যুদ্ধের এক নম্বর ক্ষেত্রটি এখন লেবানন। এটি এখন আর গাজা নয়।’

লেবাননে ইসরায়েলের সদ্য হামলাকে একটি নতুন ‘টার্নিং পয়েন্ট’ আখ্যা দিয়ে সামি বলেছেন—এত দিন লেবাননে ইসরায়েলের সব হামলা এবং সামরিক ব্যস্ততা হিজবুল্লাহ গেরিলাদের কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কিন্তু এখন এই হামলার মুখে পড়েছে বেসামরিক মানুষেরা। ইতিমধ্যে বিপুলসংখ্যক সাধারণ মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত অঞ্চলগুলো থেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে হাজার হাজার মানুষ। ফলে এটি একটি সর্বাত্মক যুদ্ধ।

সামি নাদের জানান, ২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েল যখন শেষবার যুদ্ধ করেছিল তখনকার পরিস্থিতিই এখন দেখা যাচ্ছে বলে মন্তব্য করছেন প্রত্যক্ষদর্শীরা। সেই সময়ও বেসামরিক মানুষদের চড়া মূল্য দিতে হয়েছিল।

বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা সমাধানের জন্য সমঝোতার সম্ভাবনাও কম বলে মনে করেন সামি।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন