হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ নিয়ে এখনো কোনো আশার আলো নেই। এত অনিশ্চয়তার মাঝেও গাজাবাসী রোজাকে বরণ করে নিয়েছে উৎসবের আমেজে। ছবি: এএফপি

গাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।

মিসরের নেতৃত্বে এই আলোচনায় অংশ নেবে জর্ডান, সিরিয়া, আরব লীগ ও গালফ কো–অপারেশন কাউন্সিল বা জিসিসির সদস্য দেশগুলো। আলোচনায় গুরুত্ব দেওয়া হবে, গাজার প্রাথমিক পুনরুদ্ধার, পরিকাঠামো পুনর্নির্মাণ, বসবাসযোগ্য অবকাঠামো গঠন, সেবা প্রদান এবং দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান বাস্তবায়নের রাজনৈতিক পথ উন্মোচনে সম্ভাব্য পরিকল্পনা নিয়ে। আলোচনা হবে এসব পরিকল্পনা বাস্তবায়নের অর্থায়ন নিয়েও।

দীর্ঘ ১৫ মাস ধরে নানা কূটনৈতিক তৎপরতার পর গত ১৯ জানুয়ারি গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। কিন্তু এরপরও, নতুন করে তৈরি হচ্ছে একের পর এক অনিশ্চয়তা। যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়েছে গত শনিবার। এক মাসের বেশি সময় ধরে ইসরায়েলি প্রশাসনের গড়িমসির পর গত শুক্রবার শুরু হয় দ্বিতীয় ধাপের চুক্তি নিয়ে আলোচনা। এই আলোচনার মধ্যেই গতকাল রোববার উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় নেতানিয়াহু প্রশাসন। রমজানেও বর্বরতা দেখাতে দ্বিধা করছে না ইহুদি রাষ্ট্রটি।

এদিকে, গাজায় আবাসন প্রকল্প শুরু করতে যেন উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৫ ফেব্রুয়ারি ঘোষণা দেন গাজা দখলের। এরপর, একাধিক সাক্ষাৎকারে বেশ খোলামেলাভাবেই বলেন, দখল করবেন গাজা। কোন ক্ষমতাবলে, তা জিজ্ঞেস করা হলে এড়িয়ে যান প্রশ্ন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ যখন জানিয়ে দেয় গাজা বিক্রির জন্য নয়, তখনো নিজের সিদ্ধান্তে অটল থেকে একরোখা জবাব দেন ট্রাম্প। বলেন, ‘গাজা কিনে নিতে হবে না। এমনি এমনি আমরা সেটি নিয়ে নেব।’ এক মাস ধরেই জর্ডান ও মিসরকে গাজাবাসীদের গ্রহণ করতে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’