হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে এক বছরে সাড়ে তিন লাখ নারীর বিবাহবিচ্ছেদ

সৌদি আরবে বিবাহবিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর বিবাহবিচ্ছেদ হয়েছে। সৌদি আরবের জেনারেল অথোরিটি অব স্ট্যাটিসটিকসের নারীবিষয়ক প্রতিবেদনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দুবাইভিত্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের বিবাহবিচ্ছেদ হয়েছে সবচেয়ে বেশি। এর সংখ্যা ৫৪ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। তাঁদের সংখ্যা ৫৩ হাজার। বাকিরা অন্য বয়সসীমার নারী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই বছর ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী বিধবা হয়েছেন। 

কয়েকটি জরিপের মাধ্যমে নারীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি। 

এই পরিসংখানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। দেশটিতে নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে। ২০১৯ সালের ৭ হাজার ৯৯৭ জন নারী উদ্যোক্তা থেকে বেড়ে ২০২১ সালে ৯ লাখ ৬১ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে, যা রীতিমতো বিস্ময়কর। 

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে দেখা গেছে, নারীদের বেকারত্বের হার ১৫ দশমিক ৪ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় কম। অর্থনীতিতেও দেশটির নারীদের অবদান বেড়েছে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। 

শেয়ারবাজারও সৌদি নারীদের অংশগ্রহণ বেড়েছে। ২০২১ সালে ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ৯৯৫ জন নারী শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন। যা ২০১৯-২০ সাল থেকে অনেক বেশি। 

শারীরিক সুস্বাস্থ্যও সৌদি নারীদের মধ্য অগ্রাধিকার পেয়েছে। ২০২১ সালে ১৫ বছর বা তার বেশি বয়সী ৩৮ দশমিক ৭ শতাংশ নারী শারীরিক ব্যায়ামে অংশ নিয়েছেন বলেও উঠে এসেছে প্রতিবেদনটিতে।

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস