হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৪ মাস পর ইসরায়েলে আবারও রকেট হামলা চালাল হামাস

চলমান সংঘাতে বিগত চার মাসের মধ্যে এই প্রথম ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালানোর কথা জানিয়েছেন হামাস যোদ্ধারা। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চল থেকে অন্তত আটটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীও। তবে বেশির ভাগ রকেট প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। 

বাংলাদেশ সময় আজ রোববার সন্ধ্যায় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা নিয়ন্ত্রণকারী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় তেল আবিবে হামলার বিষয়টি জানায়। বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী গণহত্যার জবাব দিতেই তাদের যোদ্ধারা হামলাটি চালিয়েছেন। 

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ইসরায়েলের তেল আবিব অঞ্চলে অন্তত ১৫টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিবে আঘাত হানা রকেটগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ এলাকা থেকে ছোড়া হয়েছে। গাজার এই অংশেই সম্প্রতি অভিযান শুরু করেছিল ইসরায়েলের সেনাবাহিনী।

গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, রকেট হামলার সময় তেল আবিব ছাড়াও হার্জলিয়া ও পেতাহ টিকভাসহ ইসরায়েলের আরও কয়েকটি শহরে সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরায়েল টাইমস জানিয়েছে, বেশ কয়েকটি রকেট মাটিতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম। 

এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব