হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লাইলাতুল কদরেও উত্তপ্ত জেরুজালেম, আহত ৯০

ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার লাইলাতুল কদরের রাতেও জেরুজালেমে সংঘর্ষ হয়। ফিলিস্তিনের চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সংঘর্ষে তাঁদের একজন অফিসার আহত হয়েছে।

মাহমুদ আল মারবুয়া নামের এক ফিলিস্তিনি যুবক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তাঁরা (ইসরায়েল) আমাদের প্রার্থনা করতে দিতে চায় না। প্রতিদিনই আমাদের লড়াই করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দেখুন তাঁরা কীভাবে আমাদের দিকে গুলি ছুঁড়ছে। আমরা কীভাবে বাঁচতে পারি?’

লাইলাতুল কদরে আল-আকসার সামনে কয়েক হাজার ফিলিস্তিনি প্রার্থনার জন্য জড়ো হন। পুলিশি ব্যারিকেডে পুরনো শহরের দামেস্ক গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সংঘর্ষ বেধে যায়। ফিলিস্তিনি যুবকদের ইট-পাথরের জবাবে ইসরায়েলি পুলিশ রাবার বুলেট, স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। প্রার্থনা ও সংঘর্ষের মধ্যেই কাটে লাইলাতুল কদরের রাত।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেরুজালেমে দ্বিতীয় দিনের সংঘর্ষে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে নেওয়া হয়েছে হাসপাতালে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একটি রকেট ছোঁড়া হয়েছে। তবে রকেটটি উন্মুক্তস্থানে বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চলমান এই সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতার ঘটনা ঘটল।

এর আগে, গতকাল শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় ২০৫ জন ফিলিস্তিনি এবং অন্তত ১৮ জন ইসরায়েলি পুলিশ আহত হয়েছিল।

সূত্রঃ বিবিসি ও রয়টার্স  

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের