হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে ইসরায়েল-তুরস্ক

ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর ইসরায়েল ও তুরস্ক তাদের পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় বুধবার দেশ দুটি এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড এই কূটনৈতিক অগ্রগতিকে ‘আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এবং ইসরায়েলের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর’ হিসেবে স্বাগত জানিয়েছেন।

ল্যাপিডের কার্যালয় বলেছে, কূটনৈতিক উন্নয়নের ফলে দুই দেশের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলদের আবারও নিয়োগ করা হবে।

এএফপি জানিয়েছে, দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েক মাসের চেষ্টার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের এ ঘোষণা এল। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘দুই দেশের রাষ্ট্রদূতদের প্রত্যাবর্তন দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। তবে তুরস্ক এখনো ফিলিস্তিনিদের অধিকার রক্ষার প্রশ্নে অঙ্গীকারবদ্ধ।’

গত ১৫ বছরের মধ্যে প্রথম ইসরায়েল সফরকারী তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মে মাসে ইসরায়েল সফর করেছেন কাভুসোগলু। সেই সফরে তিনি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গেও দেখা করেছিলেন।

দুই মাস আগে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তুরস্ক সফর করেছিলেন। তখন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তাঁদের বৈঠককে ‘ইসরায়েল-তুরস্ক সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট’ বলে উল্লেখ করেছিলেন। 

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পর ২০০৮ সালের দিকে ইসরায়েল ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর ২০১০ সালে তুরস্কের মাভি মারমারা জাহাজে ইসরায়েলি হামলায় ১০ জন বেসামরিক মানুষের মৃত্যু হলে দুই দেশে কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে পড়ে। 

এরপর ২০১৮ সালে গাজা সীমান্তে বিক্ষোভরত ৬০ ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আংকারা। পরে দুই দেশ পরস্পরের রাষ্ট্রদূতদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এর চার বছর পর দুই দেশ আবার রাষ্ট্রদূত নিয়োগ করতে যাচ্ছে।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া