হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র থেকে ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা পাচ্ছে ইসরায়েল 

মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পেতে যাচ্ছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেই বিষয়টি জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির ইসরায়েলের চলমান সামরিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ৮৭০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের জন্য ওয়াশিংটনে আলোচনা শেষ করেছেন।’ 

বিবৃতিতে আরও বলা হয়, এই প্যাকেজের মধ্যে রয়েছে যুদ্ধকালে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য বরাদ্দ করা ৩৫০ কোটি ডলার, যা এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্থানান্তরিত হয়েছে এবং আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং একটি উন্নত লেজার সিস্টেমসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ করা ৫২০ কোটি ডলার।’ উল্লেখ্য, ইসরায়েলের কাছে বর্তমানে ডেভিডের স্লিং, অ্যারো এবং আয়রন ডোমসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তির আওতায় উল্লিখিত তহবিল ও সামরিক সরঞ্জামগুলো শিগগিরই ইসরায়েলে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। 

বিভিন্ন জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি মার্কিনি ইসরায়েলে সামরিক সহায়তা সীমিত করা উচিত বলে মত দিয়েছেন। কিন্তু জনমতকে উপেক্ষা করে ওয়াশিংটন তেল আবিবকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। তারই সর্বশেষ প্যাকেজ এই ৮৭০ কোটি ডলারের সহায়তা। 

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত সোমবার ভোর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় সাত শতাধিক লেবানিজ নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যাও বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় ৪১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১ লাখ।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া