হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলার পর যা বললেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই হামলাগুলোকে একটি ‘দর্শনীয় সামরিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন’ হয়ে গেছে।

তিনি বলেছেন ইরানকে ‘এখন শান্তি স্থাপন করতে হবে। যদি তারা তা না করে, তাহলে ভবিষ্যতের হামলাগুলো আরও অনেক বড় এবং অনেক সহজ হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আরও অনেক লক্ষ্য বাকি আছে...যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা সেই লক্ষ্যগুলোতে নির্ভুলতা, গতি এবং দক্ষতার সঙ্গে আঘাত হানব।’

ট্রাম্প বলেন, ‘এটা চলতে পারে না। হয় শান্তি আসবে অথবা ইরানের জন্য মর্মান্তিক পরিণতি হবে, যা গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে।’

ইসরায়েল বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘একটি টিম হিসাবে কাজ করেছে’ এবং ‘ইসরায়েলের প্রতি এই ভয়ানক হুমকি মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছে।’

মার্কিন সামরিক হস্তক্ষেপ এড়ানোর প্রতিশ্রুতি সত্ত্বেও ট্রাম্প এই হামলাকে তাঁর প্রথম মেয়াদে ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকাণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প বলেছেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন রোববার স্থানীয় সময় সকাল ৮টায় (১২ জিএমটি) একটি সংবাদ সম্মেলন করবেন।

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী