হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলার পর যা বললেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই হামলাগুলোকে একটি ‘দর্শনীয় সামরিক সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন’ হয়ে গেছে।

তিনি বলেছেন ইরানকে ‘এখন শান্তি স্থাপন করতে হবে। যদি তারা তা না করে, তাহলে ভবিষ্যতের হামলাগুলো আরও অনেক বড় এবং অনেক সহজ হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আরও অনেক লক্ষ্য বাকি আছে...যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা সেই লক্ষ্যগুলোতে নির্ভুলতা, গতি এবং দক্ষতার সঙ্গে আঘাত হানব।’

ট্রাম্প বলেন, ‘এটা চলতে পারে না। হয় শান্তি আসবে অথবা ইরানের জন্য মর্মান্তিক পরিণতি হবে, যা গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে।’

ইসরায়েল বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘একটি টিম হিসাবে কাজ করেছে’ এবং ‘ইসরায়েলের প্রতি এই ভয়ানক হুমকি মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছে।’

মার্কিন সামরিক হস্তক্ষেপ এড়ানোর প্রতিশ্রুতি সত্ত্বেও ট্রাম্প এই হামলাকে তাঁর প্রথম মেয়াদে ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যাকাণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প বলেছেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন রোববার স্থানীয় সময় সকাল ৮টায় (১২ জিএমটি) একটি সংবাদ সম্মেলন করবেন।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত