হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত সাড়ে ১১ হাজার শিশু ও ৮ হাজার নারী

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১২২তম দিন আজ মঙ্গলবার। এই সময়ে মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২৭ হাজার ৪৭৮ জন এবং আহত হয়েছে আরও অন্তত ৬৬ হাজার ৮৩৫ জন। নিহতদের মধ্যে প্রায় ২০ হাজারই শিশু ও নারী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, নিহত ২৭ হাজার ৪৭৮ জনের মধ্যে ১১ হাজার ৫০০ জনেরও বেশি শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত শিশুদের নামও প্রকাশ করেছে। তবে প্রকৃত সংখ্যা ১১ হাজার ৫০০ জনেরও বেশি। 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন অনুসারে, যে পরিমাণ শিশু নিহত হয়েছে গাজায়, সেই বিবেচনায় অঞ্চলটিতে প্রতি ১৫ মিনিটে একজন করে ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। এবং প্রতিদিন অঞ্চলটির প্রতি ১০০ জন শিশুর মধ্যে ১ জন করে মারা যাচ্ছে ইসরায়েলি হামলায়। এ ছাড়া আহতদের মধ্যে শিশুর সংখ্যা ৮ হাজার ৬৬৩। 

ফিলিস্তিনি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের বড় একটি অংশই নারী। বিগত ১২১ দিনে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৮ হাজারেরও বেশি নারী নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে অন্তত ৬ হাজার ৩০০-এর অধিক নারী। এ ছাড়া, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিখোঁজ আছে ৮ হাজারেরও বেশি। 

এদিকে অধিকৃত পশ্চিম তীরে কার্যকর ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে দখলদার ইসরায়েলি বাহিনীর বন্দুক হামলায়, বিভিন্ন অভিযানের সময় অন্তত ৩৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০০ জনেরও বেশি শিশু। এই সময়ে আহত হয়েছে অন্তত ৪ হাজার ২৫০ জন।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার