হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ‘টোকিও-বার্লিন দখলের মার্কিন কৌশল’ নিচ্ছে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্র যেভাবে টোকিও-বার্লিন দখল করেছিল, ইসরায়েলেরও সেভাবেই গাজা দখল করা উচিত বলে মনে করেন মার্কিন সিনেটর গ্রাহাম। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যেভাবে বল প্রয়োগ করে টোকিও ও বার্লিন দখল করেছিল, ইসরায়েলের গাজায় তাই করা উচিত। ইসরায়েলের ‘কৌশলে পরিবর্তন আনা উচিত।’ মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

সিনেটর গ্রাহাম গতকাল রোববার বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল তার সামরিক কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলছি, তা হলো কৌশলের পরিবর্তন।’

গ্রাহাম এ মন্তব্য করলেন এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, হামাস নেতাদের এখন থেকে ‘শিকার করা হবে।’ গত শুক্রবার স্কটল্যান্ড সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হামাস আসলে সমঝোতা করতে চায়নি। মনে হচ্ছে তারা মরতে চায়...এমন একপর্যায়ে চলে গেছে, যেখানে আপনাকে কাজ শেষ করতেই হবে।’

সিনেটর গ্রাহাম মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন বিশ্বাস করেন, হামাসের সঙ্গে আলোচনা করে যুদ্ধের ইতি টানা সম্ভব নয়। তিনি বলেন, ‘হামাস একটি সন্ত্রাসী সংগঠন, যারা ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। তারা ধর্মীয় নাৎসি।’

গ্রাহাম আরও বলেন, ‘আমার মনে হয়, ইসরায়েল এখন বুঝে গেছে—হামাসকে দিয়ে যুদ্ধের গ্রহণযোগ্য সমাপ্তি সম্ভব নয়। তাই তারা টোকিও আর বার্লিনে আমরা যেমনটা করেছিলাম, তেমন করেই গাজা দখল করে আবার নতুনভাবে শুরু করতে চায়। লক্ষ্য হলো, ফিলিস্তিনিদের জন্য ভালো ভবিষ্যৎ তৈরি করা, আরব দেশগুলো যেন পশ্চিম তীর ও গাজা শাসনের দায়িত্ব নেয়।’

তিনি স্পষ্ট বলেন, ‘আমার ধারণা, সামনে আমরা গাজায় সম্পূর্ণ সামরিক অভিযান দেখতে যাচ্ছি—ঠিক যেমনটা আমরা করেছিলাম টোকিও ও বার্লিনে।’

এদিকে, গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, হামাসের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়েছে যে, তারা যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহী নয়। তাই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ওয়াশিংটনে ফিরে যাচ্ছে পরামর্শের জন্য। তিনি বলেন, ‘আমরা এখন বিকল্প পথ খুঁজব, যাতে জিম্মিদের মুক্ত করা যায় এবং গাজার মানুষের জন্য একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হয়।’ তবে এসব ‘বিকল্প কৌশল’ কী হতে পারে, তা স্পষ্ট নয়।

আরও খবর পড়ুন:

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে