হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের সঙ্গে যুদ্ধে ৩১৫ ইসরায়েলি সেনা নিহত, জিম্মি ২৪০: আইডিএফ

হামাস–ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৩১৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও ২৪০ জনকে হামাস জিম্মি করে রেখেছে। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে নিহতের এ সংখ্যা দাঁড়িয়েছে।

ইসরায়েলের মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, জিম্মি ২৪০ ইসরায়েলি পরিবার সরকারকে এসব তথ্য দিয়েছে। তাদের ধরে নিয়ে গিয়ে গাজায় আটকে রেখেছ হামাস।

দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘সামরিক বাহিনী নতুন তথ্যের সন্ধান করছে, তাই এ সংখ্যাই চূড়ান্ত নয়।’ এ ছাড়া প্রকাশিত নতুন সংখ্যায় হামাসের মুক্তি দেওয়া চার বন্দী অন্তর্ভুক্ত নন।

হাগারি বলেন, গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ৩১৫ সেনা নিহত হয়েছে। হামাসের হামলার জবাবে ইসরায়েলি সেনারাও গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে।

এ যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ৮০০–এর ও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি ৮ হাজার ৩০৬ জন এবং ইসরায়েলের ১ হাজার ৫৩৮ জন রয়েছে।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার