হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের সঙ্গে যুদ্ধে ৩১৫ ইসরায়েলি সেনা নিহত, জিম্মি ২৪০: আইডিএফ

হামাস–ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৩১৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও ২৪০ জনকে হামাস জিম্মি করে রেখেছে। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে নিহতের এ সংখ্যা দাঁড়িয়েছে।

ইসরায়েলের মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, জিম্মি ২৪০ ইসরায়েলি পরিবার সরকারকে এসব তথ্য দিয়েছে। তাদের ধরে নিয়ে গিয়ে গাজায় আটকে রেখেছ হামাস।

দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘সামরিক বাহিনী নতুন তথ্যের সন্ধান করছে, তাই এ সংখ্যাই চূড়ান্ত নয়।’ এ ছাড়া প্রকাশিত নতুন সংখ্যায় হামাসের মুক্তি দেওয়া চার বন্দী অন্তর্ভুক্ত নন।

হাগারি বলেন, গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ৩১৫ সেনা নিহত হয়েছে। হামাসের হামলার জবাবে ইসরায়েলি সেনারাও গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে।

এ যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ৮০০–এর ও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি ৮ হাজার ৩০৬ জন এবং ইসরায়েলের ১ হাজার ৫৩৮ জন রয়েছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে