হামাস–ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৩১৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও ২৪০ জনকে হামাস জিম্মি করে রেখেছে। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে নিহতের এ সংখ্যা দাঁড়িয়েছে।
ইসরায়েলের মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, জিম্মি ২৪০ ইসরায়েলি পরিবার সরকারকে এসব তথ্য দিয়েছে। তাদের ধরে নিয়ে গিয়ে গাজায় আটকে রেখেছ হামাস।
দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘সামরিক বাহিনী নতুন তথ্যের সন্ধান করছে, তাই এ সংখ্যাই চূড়ান্ত নয়।’ এ ছাড়া প্রকাশিত নতুন সংখ্যায় হামাসের মুক্তি দেওয়া চার বন্দী অন্তর্ভুক্ত নন।
হাগারি বলেন, গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ৩১৫ সেনা নিহত হয়েছে। হামাসের হামলার জবাবে ইসরায়েলি সেনারাও গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে।
এ যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ৮০০–এর ও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি ৮ হাজার ৩০৬ জন এবং ইসরায়েলের ১ হাজার ৫৩৮ জন রয়েছে।