হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি জিম্মি নিখোঁজ, হামাসের দাবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় তাদের হাতে জিম্মিদের মধ্যে ৬০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয় এ খবর। 

হামাসের সামরিক শাখা ইজ এল-দীন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হামাসের টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘৬০ জন নিখোঁজ বন্দীর ২৩ জনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মনে হচ্ছে, গাজায় দখলদারদের অব্যাহত নৃশংস আগ্রাসনের কারণে আমরা কখনই তাদের কাছে পৌঁছাতে পারব না।’ 

আল-কাসাম ব্রিগেডের এই দাবি যাচাই করে দেখতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স। গত মাসে হামাস দাবি করেছিল যে, তাদের হাতে থাকা অন্তত ৫০ জন বন্দী গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। 

গত বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা জানান, ৭ অক্টোবর হামাস ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই হামাসের হাতে থাকা জিম্মিদের খোঁজে গাজার ওপর নজরদারি করতে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। 

এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে গত শনিবার জর্ডানের রাজধানী আম্মান সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি জানান, তাঁদের প্রধান লক্ষ্য হামাসের হাতে জিম্মিদের মুক্ত করা। 

তেলআবিবে কিরিয়া সামরিক ঘাঁটিতে অবস্থিত আইডিএফের সদর দপ্তরের সামনে গতকাল শুক্রবার অবস্থান নেয় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি দাবি জানান হয় যে, সকল বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় যেন যুদ্ধবিরতিতে সম্মত না হয় ইসরায়েল। আর এ ব্যাপারে নেতানিয়াহু প্রকাশ্য ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্দীদের পরিবার আইডিএফ-এর সদর দপ্তরের সামনেই অবস্থান করার ঘোষণা দেয়। 

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে, হামাসের হাতে মোট বন্দীর সংখ্যা ২৪০। এর মধ্যে সেনা সদস্য ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক এবং কয়েকজন বিদেশি। এ পর্যন্ত ৪ জন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। 

গাজা প্রশাসনের জনসংযোগ কর্মকর্তা সালাম মারুফ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় অন্তত সাড়ে ৯ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৯০০ জনই শিশু এবং ২ হাজার ৫০৯ জন নারী।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’