হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। আজ সোমবার গোষ্ঠীটির রেদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর তিন সূত্র। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী নিহত হিজবুল্লাহ নেতাকে উইসাম আল-তাউইল বলে শনাক্ত করেছে। তিনি রেদওয়ান বাহিনীর একটি ইউনিটের ডেপুটি প্রধান। কর্মকর্তারা বলেন, লেবাননের মাজদাল সেলম গ্রামে গাড়ি হামলায় উইসাম আল-তাউইল ও অন্য আরেক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। 

হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে সীমান্তে গোলা বর্ষণের পর থেকে ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত দক্ষিণ লেবাননে ১৩০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া সিরিয়াতেও ১৯ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে গাজায় বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ যুদ্ধে হামাসের সঙ্গে সংহতি জানিয়েছে হিজবুল্লাহ। 

গত সপ্তাহে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সায়েদ হাসান নাসরুল্লাহ টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে ইসরায়েলকে লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু না করার বিষয়ে দুই দফা সতর্ক করেন। 

নাসরুল্লাহ বলেন, ‘আমাদের সঙ্গে যে যুদ্ধে যেতে চাইবে, সে-ই আফসোস করবে!’

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগযোগ বিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

তেহরানে সাতটি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল, ফ্যাক্টনামেহ বলছে ফুটেজগুলো সাম্প্রতিক

বিক্ষোভের মধ্যে ইরানের পতাকার ইমোজিতে পরিবর্তন আনছে এক্স

ইরান চালায় কারা, কীভাবে