হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর নাতি নিহত: জেরুসালেম পোস্ট

লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হয়েছেন। সিরিয়ার রেডিও চ্যানেল ভয়েস অব দ্য ক্যাপিটালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গতকাল রোববার ভয়েস অব দ্য ক্যাপিটাল জানায়, গত শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নেকুরায় হামলা চলায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বা আইডিএফ। সেই হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হন। এ ছাড়া গোষ্ঠীটির আরও দুই সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে ভয়েস অব দ্য ক্যাপিটাল। 

তবে হিজবুল্লাহ বা আইডিএফ এখনো আনুষ্ঠানিকভাবে আব্বাস আহমেদ হালিলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। আইডিএফ কেবল জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। আইডিএফ একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল। 

হিজবুল্লাহ সংলগ্ন সংবাদপত্র আল-মানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কিলা গ্রামে আকাশপথে হামলা চালিয়েছিল। একইদিনে আইডিএফ আতিরুন ও বালিদা গ্রামেও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে সংবাদপত্রটি। এই দুটি গ্রাম ইসরায়েলের সীমান্ত সংলগ্ন। 

এর আগে, গত মাসের ২৭ তারিখে লেবাননে আবারও হামলা চালায় ইসরায়েল। এই হামলায় দুজন নিহত হয়। জবাবে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট ছুড়ে হিজবুল্লাহ। 

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ। তবে কখনোই হামাসের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। ঘোষণা না দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে নিয়মিতই।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া