হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ওপর হামলার মাত্রা আরও তীব্র করা হবে: ইসরায়েলের সেনাপ্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এয়াল জামির এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানে চলমান সামরিক অভিযান আরও ‘তীব্র ও ব্যাপক’ করা হবে। তিনি এই অভিযানকে ‘একটি ঐতিহাসিক ও নজিরবিহীন পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন, যার লক্ষ্য হচ্ছে ইসরায়েলের অস্তিত্বের হুমকি প্রতিহত করা।

জামির বলেন, “আমরা আমাদের অভিযান আরও জোরদার করব এবং এর মাধ্যমে আগামী বহু বছরের জন্য আমাদের নিরাপত্তাকে শক্তিশালী করব। আমরা জানতাম এর একটা মূল্য থাকবে, আর সেটাই দেখাচ্ছে—এখনই পদক্ষেপ নেওয়া কেন জরুরি ছিল, না হলে অনেক দেরি হয়ে যেত।”

এই বিবৃতি এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক সুবিধাগুলোর ওপর টানা তৃতীয় দিনের মতো হামলা চালাচ্ছে। ১৩ জুন ভোরে ইসরায়েলের আকস্মিক আক্রমণে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বাড়ি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়। পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে এবং হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি নেতৃত্ব এখন বারবার উল্লেখ করছে যে ইরান “পারমাণবিক অস্ত্র তৈরির শেষ পর্যায়ে” পৌঁছে গেছে, এবং এই অভিযানের মাধ্যমে তারা সে হুমকি চূড়ান্তভাবে নিষ্ক্রিয় করতে চায়। সেনাপ্রধানের বিবৃতিটি ইঙ্গিত দিচ্ছে—এই লড়াই এখন কেবল সীমিত পাল্টাপাল্টি হামলার মধ্যে আটকে নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদি কৌশলগত অভিযানের অংশ।

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী