হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ওপর হামলার মাত্রা আরও তীব্র করা হবে: ইসরায়েলের সেনাপ্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এয়াল জামির এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানে চলমান সামরিক অভিযান আরও ‘তীব্র ও ব্যাপক’ করা হবে। তিনি এই অভিযানকে ‘একটি ঐতিহাসিক ও নজিরবিহীন পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন, যার লক্ষ্য হচ্ছে ইসরায়েলের অস্তিত্বের হুমকি প্রতিহত করা।

জামির বলেন, “আমরা আমাদের অভিযান আরও জোরদার করব এবং এর মাধ্যমে আগামী বহু বছরের জন্য আমাদের নিরাপত্তাকে শক্তিশালী করব। আমরা জানতাম এর একটা মূল্য থাকবে, আর সেটাই দেখাচ্ছে—এখনই পদক্ষেপ নেওয়া কেন জরুরি ছিল, না হলে অনেক দেরি হয়ে যেত।”

এই বিবৃতি এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও পারমাণবিক সুবিধাগুলোর ওপর টানা তৃতীয় দিনের মতো হামলা চালাচ্ছে। ১৩ জুন ভোরে ইসরায়েলের আকস্মিক আক্রমণে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বাড়ি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়। পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে এবং হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি নেতৃত্ব এখন বারবার উল্লেখ করছে যে ইরান “পারমাণবিক অস্ত্র তৈরির শেষ পর্যায়ে” পৌঁছে গেছে, এবং এই অভিযানের মাধ্যমে তারা সে হুমকি চূড়ান্তভাবে নিষ্ক্রিয় করতে চায়। সেনাপ্রধানের বিবৃতিটি ইঙ্গিত দিচ্ছে—এই লড়াই এখন কেবল সীমিত পাল্টাপাল্টি হামলার মধ্যে আটকে নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদি কৌশলগত অভিযানের অংশ।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের