হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাবুলে তালেবানপ্রধানের সঙ্গে সিআইএ প্রধানের সাক্ষাৎ

আফগানিস্তান থেকে নাগরিক ও মিত্রদের উদ্ধারে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সমস্ত নাগরিককে নিরাপদে উদ্ধার করতে মিত্রদের পক্ষ থেকে চাপ বাড়ছে। অন্যদিকে তালেবান বলেছে, ঘোষিত সময়ের (৩১) মধ্যেই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ছাড়তে হবে। কোনোভাবেই সময়সীমা বাড়ানো যাবে। 

এমন পরিস্থিতিতে গতকাল সোমবার তালেবানপ্রধানের সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর গোয়েন্দাপ্রধানকে কাবুলে পাঠিয়েছেন বলে জানা গেছে। 

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর বাইডেন প্রশাসনের পক্ষ থেকে কূটনীতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। সিআইএর প্রধানকে তালেবানপ্রধানের সঙ্গে দেখা করতে কাবুলে পাঠানো সেদিকেই ইঙ্গিত করে। 

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস গতকাল সোমবার কাবুলে তালেবান প্রধান আব্দুল গনি বেরাদরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যখন কাবুল বিমানবন্দরে এক মহাবিশৃঙ্খলার মধ্যে নিজেদের নাগরিক ও মিত্রদের উদ্ধারে বাইডেন প্রশাসনের নাভিশ্বাস অবস্থা। 

বিষয়টি নিশ্চিত হতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-সিআইএর প্রতিনিধি এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোনো পক্ষই সাড়া দেয়নি। 

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত