মিসর সীমান্তের কাছে তিন ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় দুই দেশের পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। হামলাকারী মিসরের পুলিশ বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল। তবে হামলাকারীরা চোরাকারবারি দলের সদস্য বলছে মিসর।
আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, মিসরের পুলিশ সদস্যের গুলিতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পরে মিসর পুলিশের ওই সদস্যও নিহত হয়েছেন।
পুলিশ সদস্য নিহতের বিষয়টি স্বীকার করলেও মিসর সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, একদল সশস্ত্র দলের সঙ্গে গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মাদক চোরাকারবারি দলের সদস্য হতে পারে।
১৯৭৯ সালে ইসরায়েল ও মিসরের মধ্যে শান্তিচুক্তি হয়। সীমান্তে এমন হতাহতের ঘটনা বিরল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ সকালে মিসর সীমান্তের কাছে এক পুরুষ ও এক নারী সেনাকে গুলি করে হত্যা করা হয়। পরে তাঁদের মরদেহ উদ্ধারে অভিযান চলার সময় আরও এক ইসরায়েলি সেনা নিহত হন। এ সময় অভিযুক্ত বন্দুকধারীও নিহত হন।
গোলাগুলির ঘটনার কয়েক ঘণ্টা আগে সীমান্ত দিয়ে পাচারের সময় ১৬ লাখ ইসরায়েলি শেকেল (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি) মূল্যের মাদক জব্দ করা হয় বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।