হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ফিলিস্তিনির ঘর গুঁড়িয়ে দিল ইসরায়েল

পশ্চিম তীরের নাবলুস শহরের আসকার শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ইসরায়েলিকে হত্যায় জড়িত অভিযোগে এক ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাতে আবদেলফাত্তাহ খারুশেহের তৃতীয় তলার বাড়িটি ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। ছয় ঘণ্টার অভিযানের বাড়িটিকে উড়িয়ে দেয় তারা।

ইসরায়েল সেনাদের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পশ্চিম তীরে বসতি স্থাপকারী ইসরায়েলি দুই ভাই হালেল মেনাচেম ইয়ানিভ ও তাঁর ভাই ইয়াগেল ইয়াকভ ইয়ানিভকে গুলি করে হত্যা করেন খারুশেহ।

পরের মাসে একটি অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ৪৯ বছর বয়সী খারুশেহকে হত্যা করে বলে আল-জাজিরা জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সৈন্যরা খারুশেহ পরিবারের প্রতিবেশী ২০ শিশুসহ ৬০ ফিলিস্তিনিকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে। অল্প সময়ের জন্য তাদের স্থানীয় মসজিদের ভেতরে আটকে রাখে।

সর্বশেষ এই অভিযানের সময় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি শিবিরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভোগা ১৮৫ জনকে তারা চিকিৎসা দিয়েছে। সংঘর্ষে ছয় ফিলিস্তিনি আহত হন, যাঁদের একজন গুলিবিদ্ধ হন।

পশ্চিম তীরের সবচেয়ে জনাকীর্ণ শিবিরগুলোর একটি আসকার। সেখানে কমপক্ষে ৩০ হাজার ফিলিস্তিনি বসবাস করে। হামলার অভিযোগ তুলে প্রায়ই ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দেয় ইসরায়েলিরা।

এবছর ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ফিলিস্তিনে যেভাবে মৃত্যু শুরু হয়েছে, তাতে ২০২৩ সবচেয়ে মৃত্যুর বছর হতে পারে।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান