হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা যুদ্ধে চড়া মূল্য দিচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু 

গাজা যুদ্ধে অনেক চড়া মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শুক্রবার থেকে ফিলিস্তিন অঞ্চলে এ পর্যন্ত মোট ১৪ সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজায় স্থল অভিযানে এখন পর্যন্ত মোট ১৫৩ সেনা নিহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। 

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গতকাল শনিবারও ১৬৬ জন নিহত হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৫৪ হাজার জন। 

ইসরায়েলি সেনাদের প্রাণহানির কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘শনিবার গাজায় কঠিন এক লড়াইয়ের পর আজ রোববার সকাল ছিল অত্যন্ত বিষাদের।’ 

তবে তিনি বলেন, তাঁর সেনারা সর্বশক্তি দিয়ে এ লড়াই চালিয়ে যাবে। তিনি গাজায় জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা নিশ্চিত করে হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘এটা স্পষ্ট করা দরকার: এ যুদ্ধ বেশ দীর্ঘ হতে চলেছে।’ 

ইসরায়েলের এ অভিযান শুরু হয় গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে। এ ঘটনায় ১ হাজার ২০০ জন নিহত হয় ও ২৪০ জনকে জিম্মি করা হয়। 

গতকাল শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দেন। 

বাইডেন সাংবাদিকদের বলেন, তিনি ফোনালাপে যুদ্ধবিরতির বিষয়ে কিছু বলেননি। নেতানিয়াহু ও বাইডেন দুজনেই মনে করেন, যুদ্ধবিরতির ফলে হামাস লাভবান হবে। 

গত শুক্রবার গাজায় বড় পরিসরে ত্রাণ পাঠানোর একটি প্রস্তাব জাতিসংঘে পাস হয়। তবে যুদ্ধবিরতির দাবি ওঠায় সেই প্রস্তাবও দ্রুতই স্থগিত হয়।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া