হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পারমাণবিক অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া 

নতুন পারমাণবিক অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পারমাণবিক শক্তিচালিত নতুন সাবমেরিন ডুবোজাহাজ ‘ইম্পারেতর আলেকজান্দর-৩’ থেকে আন্তমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। গতকাল রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

গত বৃহস্পতিবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের লক্ষ্যে করা চুক্তি ‘কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি’ (সিটিবিটি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। সেই ঘোষণার পরপরই এই খবর এল। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্তের চূড়ান্ত প্রকাশ। এরপরই নৌবাহিনীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছয়টি পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। রাশিয়ার উত্তর উপকূলে শ্বেত সাগরের একটি ডুবো অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। পরে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণস্থল থেকে কয়েক হাজার দূরের রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 

ইম্পারেতর আলেকজান্দর-৩ হলো রুশ প্রকল্প ৯৫৫-বোরেই (আর্কটিকের বাতাস) শ্রেণির পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যা পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। বোরেই শ্রেণির সাবমেরিনটি ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। ১২ মিটার বা প্রায় ৪০ ফুট দীর্ঘ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে।

জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যালয় উচ্ছেদ, কর্মীদের হত্যার হুমকি

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী