হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পারমাণবিক অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া 

নতুন পারমাণবিক অস্ত্রবাহী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পারমাণবিক শক্তিচালিত নতুন সাবমেরিন ডুবোজাহাজ ‘ইম্পারেতর আলেকজান্দর-৩’ থেকে আন্তমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। গতকাল রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

গত বৃহস্পতিবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের লক্ষ্যে করা চুক্তি ‘কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি’ (সিটিবিটি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। সেই ঘোষণার পরপরই এই খবর এল। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্তের চূড়ান্ত প্রকাশ। এরপরই নৌবাহিনীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছয়টি পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। রাশিয়ার উত্তর উপকূলে শ্বেত সাগরের একটি ডুবো অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। পরে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণস্থল থেকে কয়েক হাজার দূরের রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 

ইম্পারেতর আলেকজান্দর-৩ হলো রুশ প্রকল্প ৯৫৫-বোরেই (আর্কটিকের বাতাস) শ্রেণির পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যা পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। বোরেই শ্রেণির সাবমেরিনটি ১৬টি বুলাভা ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। ১২ মিটার বা প্রায় ৪০ ফুট দীর্ঘ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে।

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল