হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রবাসী আয় বিশ্বে সর্বোচ্চ: জরিপ

সৌদি আরব প্রবাসীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের একটি নতুন গবেষণায় দেখা গেছে, মধ্যপ্রাচ্যের এই দেশে প্রবাসীদের বেতন সবচেয়ে বেশি। মাইএক্সপ্যাট্রিয়েট মার্কেট পে সার্ভে বলেছে, সৌদি আরবে মিডল ম্যানেজাররা বার্ষিক গড়ে ৮৩ হাজার ৭৬৩ পাউন্ড (১ কোটি ১৮ লাখ টাকা) আয় করেন, যা বিশ্বের সর্বোচ্চ।

এতে আরও বলা হয়, আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমলেও গড় বেতন এখনো সর্বোচ্চ। একই সার্ভেতে যুক্তরাজ্য কর্মচারী পাঠানোর জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থান হিসাবে উঠে এসেছে।

ইসিএ ইন্টারন্যাশনালের পারিশ্রমিক এবং নীতি জরিপ ব্যবস্থাপক অলিভার ব্রাউন সংস্থাটির ওয়েবসাইটে পোস্ট করা একটি রিলিজে বলেছেন, ‘সব দিক থেকে সেরা না হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীদের বেতন অবিশ্বাস্যভাবে বেশি। দেশগুলো শ্রমিকদের সেখানে অভিবাসী করার চেষ্টা করছে। এর মধ্য সর্বোচ্চ বেতন বাড়িয়ে সৌদি আরব শীর্ষে রয়েছে। জীবনযাত্রার খরচ এবং ব্যক্তিগত কর কম হওয়ায় সবকিছুই সৌদি আরবে সাশ্রয়ী। যেখানে যুক্তরাজ্যে বেতনের সিংহভাগ কর এবং জীবনযাত্রার খরচেই চলে যায়।’

জরিপে বলা হয়েছে, যুক্তরাজ্য ও জাপানে প্রবাসীদের বেতনের ব্যবধান বেড়েছে। যুক্তরাজ্যে ব্যক্তিপ্রতি বেতন, ট্যাক্স, বাসস্থান, আন্তর্জাতিক স্কুলিং এবং অন্যান্য খরচসহ মোট ৪ লাখ ৪১ হাজার ৬০৮ ডলার বরাদ্দ থাকে। এর মধ্য মাত্র ১৮ শতাংশ হলো বেতন। 

এদিকে হংকংয়ে প্রবাসী শ্রমিকদের পাঠানোর জন্য বিশ্বের পঞ্চম ব্যয়বহুল স্থানে উঠেছে। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬তম। 

মাই এক্সপার্টিয়েট মার্কেট পে সার্ভে গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে জাপান, ভারত ও চীনকে ক্রমানুসারে দুই, তিন এবং চার স্থানে রেখেছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে