হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের বৃহত্তম তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটিতে মোটরগাড়ির প্রতিযোগিতা ‘ফর্মুলা ওয়ান রেসে’র ঠিক আগে দেশটিতে এমন ঘটনা ঘটল। লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বেশ কয়েকটি স্থাপনা রয়েছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এবং সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি কিংবা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়টি স্বীকার করেনি। 

এই ঘটনায় এই প্রতিবেদন লেখ পর্যন্ত কোনো পক্ষে হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। তবে, ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা ‘সৌদি আরবের অভ্যন্তরে’ একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে শিগগিরই বিবৃতি জারি করবে। 

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এই অগ্নিকাণ্ড জেদ্দার উত্তরাঞ্চলের একটি বড় তেল ডিপোতে হয়েছে বলেই মনে হচ্ছে। 

উল্লেখ্য, এই তেলের ডিপোটি দেশটির অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ তেল ডিপো। এটি প্রধানত—ডিজেল, পেট্রল এবং জেট জ্বালানি সঞ্চয় করে। সৌদি আরবের সমস্ত জ্বালানি তেল সরবরাহের এক চতুর্থাংশেরও বেশি এবং একটি আঞ্চলিক ডিস্যালিনেশন প্ল্যান্ট চালানোর জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ করে থাকে। 

হুথি বিদ্রোহীরা স্বীকার করেছ—তাঁরা সৌদি আরবে ধারাবাহিক হামলা চালিয়েছে। এর আগে, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্দর শহর জাজানের আকাশে একটি ব্যালিস্টিক রকেট এবং ইয়েমেন সীমান্তের কাছে নাজরানের দিকে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করে। 

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া