হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জিম্মি উদ্ধারে এবার গাজাবাসীদের ৫০ লাখ ডলার পুরস্কারের লোভ দেখালেন নেতানিয়াহু

জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতিতে নেতানিয়াহুর সর্বশেষ পদক্ষেপ এটি। ছবি: এএফপি

হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করে দিলে প্রতি জিম্মির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু বলেছেন, গাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।

নেতানিয়াহু বলেন, ‘যারা এই বিপদ থেকে বের হতে চান, তাঁরা একজন করে জিম্মিদের ফেরত আনুন। প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেওয়া হবে। আমরা আপনাদের সপরিবারে নিরাপদ থাকার ব্যবস্থা করব। জেনে রাখুন, আপনার সিদ্ধান্ত যাই হোক না কেন, কিন্তু ফল একই হবে। আমরা সবাইকে ফিরিয়ে আনব।’

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যাদের জিম্মি করে নিয়ে যায় তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে নেতানিয়াহুর প্রতিশ্রুতির এটা সর্বশেষ পদক্ষেপ।

দীর্ঘদিন ধরে হামাস–ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় আলোচনা বন্ধ রয়েছে। এরই মধ্যে মধ্যস্থতাকারী কাতারও নিজেদের সরিয়ে নিয়েছে।

জিম্মি উদ্ধারের নতুন এই পুরস্কার ঘোষণার সঙ্গে হুঁশিয়ারি বার্তাও জুড়ে দিয়েছেন নেতানিয়াহু।

গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি জিম্মিকারীদের সতর্ক করে বলেন, জিম্মিদের ক্ষতি করার চেষ্টা করলে তার মূল্য চোকাতে হবে। আমরা তাদের অনুসরণ করব এবং খুঁজে বের করব।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। এ সময় তারা ২৫০ জনকে জিম্মি করে। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে গত এক বছরে কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। আর কিছু জিম্মিকে ইসরায়েলি সামরিক বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়। এখনো হামাসের হাতে শ খানেক জিম্মি রয়েছে। যার মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা