হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জিম্মি উদ্ধারে এবার গাজাবাসীদের ৫০ লাখ ডলার পুরস্কারের লোভ দেখালেন নেতানিয়াহু

জিম্মিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতিতে নেতানিয়াহুর সর্বশেষ পদক্ষেপ এটি। ছবি: এএফপি

হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করে দিলে প্রতি জিম্মির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু বলেছেন, গাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।

নেতানিয়াহু বলেন, ‘যারা এই বিপদ থেকে বের হতে চান, তাঁরা একজন করে জিম্মিদের ফেরত আনুন। প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেওয়া হবে। আমরা আপনাদের সপরিবারে নিরাপদ থাকার ব্যবস্থা করব। জেনে রাখুন, আপনার সিদ্ধান্ত যাই হোক না কেন, কিন্তু ফল একই হবে। আমরা সবাইকে ফিরিয়ে আনব।’

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যাদের জিম্মি করে নিয়ে যায় তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে নেতানিয়াহুর প্রতিশ্রুতির এটা সর্বশেষ পদক্ষেপ।

দীর্ঘদিন ধরে হামাস–ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় আলোচনা বন্ধ রয়েছে। এরই মধ্যে মধ্যস্থতাকারী কাতারও নিজেদের সরিয়ে নিয়েছে।

জিম্মি উদ্ধারের নতুন এই পুরস্কার ঘোষণার সঙ্গে হুঁশিয়ারি বার্তাও জুড়ে দিয়েছেন নেতানিয়াহু।

গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি জিম্মিকারীদের সতর্ক করে বলেন, জিম্মিদের ক্ষতি করার চেষ্টা করলে তার মূল্য চোকাতে হবে। আমরা তাদের অনুসরণ করব এবং খুঁজে বের করব।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। এ সময় তারা ২৫০ জনকে জিম্মি করে। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে গত এক বছরে কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। আর কিছু জিম্মিকে ইসরায়েলি সামরিক বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়। এখনো হামাসের হাতে শ খানেক জিম্মি রয়েছে। যার মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: খামেনি

ইয়েমেনের বিদ্রোহীদের সংলাপে ডাকছে সৌদি আরব

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি