মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার চতুর্থ দিনে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের ৩০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘আমরা অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি। এটি প্রায় এক-তৃতীয়াংশ।’
তিনি আরও জানান, ‘৫০টির বেশি যুদ্ধবিমান নিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে। ইরানের একাধিক সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়েছিল।’
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, টানা কয়েক দিনের বিমান হামলার পর তারা এখন ইরানের পশ্চিমাঞ্চল থেকে শুরু করে তেহরান পর্যন্ত আকাশসীমায় পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
ডেফরিন বলেন, আমরা এখন বলতে পারি, তেহরানের আকাশে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর বড় অংশ ইতিমধ্যে নিঃশেষ করা হয়েছে। ফলে ইসরাইলি বিমানের জন্য এখন তেহরান পর্যন্ত আকাশপথ উন্মুক্ত।
ইরান-ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের নিহতের সংখ্যা ২৪, আর ইরানে মারা গেছে ২২৪ জন।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে, তেহরানের বাসিন্দারা নিরাপত্তার সন্ধানে রাজধানী ছাড়িয়ে পালানোর চেষ্টা করছে।