হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার চতুর্থ দিনে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের ৩০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘আমরা অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছি। এটি প্রায় এক-তৃতীয়াংশ।’

তিনি আরও জানান, ‘৫০টির বেশি যুদ্ধবিমান নিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে। ইরানের একাধিক সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়েছিল।’

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, টানা কয়েক দিনের বিমান হামলার পর তারা এখন ইরানের পশ্চিমাঞ্চল থেকে শুরু করে তেহরান পর্যন্ত আকাশসীমায় পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

ডেফরিন বলেন, আমরা এখন বলতে পারি, তেহরানের আকাশে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর বড় অংশ ইতিমধ্যে নিঃশেষ করা হয়েছে। ফলে ইসরাইলি বিমানের জন্য এখন তেহরান পর্যন্ত আকাশপথ উন্মুক্ত।

ইরান-ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের নিহতের সংখ্যা ২৪, আর ইরানে মারা গেছে ২২৪ জন।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে, তেহরানের বাসিন্দারা নিরাপত্তার সন্ধানে রাজধানী ছাড়িয়ে পালানোর চেষ্টা করছে।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার