হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় নিহতদের মধ্যে ১১ হাজারই শিশু, নারী সাড়ে ৭ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় ইসরায়েলি হামলা চলছে বিগত ১০৮ দিন ধরে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই শিশু ও নারী। গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী প্রায় ৬৫ হাজার টন বোমা ফেলেছে। ইসরায়েলের তরফ থেকে চালানো প্রায় একতরফা হামলায় এই সময়ে মারা গেছে প্রায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি। 

গাজা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ১১ হাজারেরও বেশি শিশু এবং সাড়ে ৭ হাজার নারী। গাজা কর্তৃপক্ষের আশঙ্কা, ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এখনো অনেক নিহত ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা সম্ভব হয়নি। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬৩ হাজার মানুষ। 

ইসরায়েলি হামলার কারণে গাজায় ৭০ হাজার বাড়িঘর এক কথায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২ লাখ ৯০ হাজার বাড়ি বা আবাসস্থল বসবাসের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। সাধারণ অবকাঠামোর পাশাপাশি ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার স্বাস্থ্য অবকাঠামোও। 

ইসরায়েলি হামলায় শতাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র হয় বিধ্বস্ত হয়েছে, নয়তো সেবাদানের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। এই সময়ে ৩৩৭ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ৪৫ জন বেসামরিক সরকারের কর্মকর্তা-কর্মচারীও নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে নিহত হয়েছেন ১১৯ জন সাংবাদিক।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র