হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান সৌদি আরব সুপ্রিম কোর্টের

মাত্র কয়েক দিন পরেই মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। এরই মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে মুসলিম বিশ্বের দেশগুলোতে। হিজরি সনের হিসাব অনুসারে সৌদি আরবে আজ বৃহস্পতিবার হিজরি বছরের একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন। সেই হিসাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এই লক্ষ্যে সৌদি আরবের মুসলিমদের আজ জিলহজ মাসের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই অনুরোধ জানিয়েছেন। 

সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে, যে বা যাঁরা যেখানেই খালি চোখে বা দুরবিন দিয়ে যেভাবেই হোক জিলহজ মাসের চাঁদ দেখতে পান, তাঁরা যেন অতি দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। অথবা আদালতে জানাতে অপারগ হলে তাঁরা যেন স্থানীয় মসজিদে জানান। যাঁরা পরে বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবেন। 

এর আগে গত ১০ এপ্রিল বুধবার এই দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় আরব বিশ্বের দেশগুলোতে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। ফলে এবার বাংলাদেশেও ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবের এক দিন পরে।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার