হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান সৌদি আরব সুপ্রিম কোর্টের

মাত্র কয়েক দিন পরেই মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। এরই মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে মুসলিম বিশ্বের দেশগুলোতে। হিজরি সনের হিসাব অনুসারে সৌদি আরবে আজ বৃহস্পতিবার হিজরি বছরের একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন। সেই হিসাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এই লক্ষ্যে সৌদি আরবের মুসলিমদের আজ জিলহজ মাসের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই অনুরোধ জানিয়েছেন। 

সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে, যে বা যাঁরা যেখানেই খালি চোখে বা দুরবিন দিয়ে যেভাবেই হোক জিলহজ মাসের চাঁদ দেখতে পান, তাঁরা যেন অতি দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। অথবা আদালতে জানাতে অপারগ হলে তাঁরা যেন স্থানীয় মসজিদে জানান। যাঁরা পরে বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবেন। 

এর আগে গত ১০ এপ্রিল বুধবার এই দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় আরব বিশ্বের দেশগুলোতে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। ফলে এবার বাংলাদেশেও ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবের এক দিন পরে।

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা