হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে কীভাবে হলো ‘অপারেশন মিডনাইট হ্যামার’, জানালেন হেগসেথ

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

ইরানে পরিচালিত মার্কিন বিমান হামলাকে ‘অসাধারণ এবং ব্যাপক সাফল্য’ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ সময় আজ রোববার সন্ধ্যায় এক বড় সংবাদ সম্মেলনে হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন যৌথভাবে এই হামলার বিস্তারিত তুলে ধরেন। এই অভিযানের কোড নাম ছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’।

হেগসেথ বলেন, ‘আমাদের কমান্ডার-ইন-চিফ যেভাবে নির্দেশ দিয়েছিলেন তা ছিল সুনির্দিষ্ট, শক্তিশালী এবং পরিষ্কার। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছি। তবে লক্ষ্য ছিল শুধুই পারমাণবিক স্থাপনা, ইরানি সেনা বা সাধারণ জনগণ নয়।’

ড্যান কেইনের দেওয়া তথ্য অনুযায়ী, এই অভিযানে ১২৫ টিরও বেশি বিমান অংশ নেয়, যার মধ্যে ছিল সাতটি বি-২ স্পিরিট স্টিলথ বোম্বার, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহকারী ট্যাংকার এবং যুদ্ধবিমান।

অভিযানটি শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার মধ্যরাতে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে বিশাল বি-২ বোমারগুলো বহর নিয়ে রওনা হয়। কৌশলগত চমক বজায় রাখতে বিমানগুলোর একটি অংশ প্রশান্ত মহাসাগরের দিকে ছদ্ম পদক্ষেপ হিসেবে পাঠানো হয়। এর মধ্যেই বাকি বিমানগুলো ইরানের ফোর্দো ও নাতাঞ্জে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ৩০ হাজার পাউন্ড ওজনের বারোটি জিবিইউ-৫৭ বোমা নিক্ষেপ করে।

এ ছাড়াও ইশফাহানে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে একটি সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল ছোড়া হয়।

ড্যান কেইন বলেন, ‘এই অভিযান ছিল একাধিক ক্ষেত্র ও থিয়েটারে সমন্বিত, যা আমাদের বৈশ্বিক ক্ষমতা প্রদর্শনের সক্ষমতা তুলে ধরে।’

তেহরানকে হুঁশিয়ারি দিয়ে হেগসেথ বলেন, ‘আমরা প্রকাশ্য ও গোপনে, দুইভাবেই ইরানকে জানিয়ে দিয়েছি—প্রতিশোধ নেওয়ার চিন্তা করাও হবে মারাত্মক ভুল।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে তার স্বার্থ কিংবা মিত্রদের ওপর ইরানের যে কোনো আক্রমণের শক্তিশালী জবাব দেবে।’

অন্যদিকে, হামলার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি এক বিবৃতিতে এই আক্রমণকে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট সব চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’