হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোতে তিন গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৮ জন নিহত হন। ছবি: সংগৃহীত

মেক্সিকোতে তিনটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে কুয়াকনোপালান ও ওয়াখাকা শহরের মধ্যে পুয়েবলা রাজ্যের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয় এবং পরে হাসপাতালে আরও তিনজন মারা যায়। এ ছাড়া কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, একটি ট্যাংকার ট্রাক, একটি বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর সংবাদপত্র লা জোর্নাদা জানায়, সিমেন্টবাহী একটি ট্রাক একটি ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত লেনে প্রবেশ করার সময় ট্রাকটি প্রথমে একটি বাসকে ধাক্কা দেয় এবং পরে একটি পরিবহন ভ্যানের সঙ্গে সোজাসুজি সংঘর্ষে লিপ্ত হয়। এরপর ট্রাকটি খাদে পড়ে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন স্থানীয় সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে খাদ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং মহাসড়কের দীর্ঘ অংশের রেলিং ভাঙা অবস্থায় রয়েছে। বিবিসি এই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাসড়কগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোর তাবাসকোতে বাস দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা গিয়েছিল।

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

খড়্গহস্ত ট্রাম্প: মাদুরোর পাশে থাকবেন পুতিন ও লুকাশেঙ্কো

ভেনেজুয়েলার তেলের ট্যাংকার মেরে দেওয়ার ঘোষণায় ট্রাম্পকে ‘জলদস্যু’ বলল কারাকাস

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে মধ্যপন্থী নাসরাল্লা, ট্রাম্প তুলেছেন কারচুপির অভিযোগ

ক্যারিবীয় সাগরে নৌকায় হামলা, কলম্বিয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিহতের পরিবারের পিটিশন দাখিল

আরও দুই মিত্র হারালেন মাদুরো, লাতিনে ভেনেজুয়েলার পাশে এখন কারা

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ৬টি এয়ারলাইন নিষিদ্ধ করল ভেনেজুয়েলা

সামরিক অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের—তলোয়ার হাতে ভাষণ দিলেন মাদুরো

গৃহবন্দী থেকে কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

আন্দিজ পর্বতমালায় হাজারো গর্তের রহস্য উন্মোচনের দাবি বিজ্ঞানীদের