হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোতে তিন গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৮ জন নিহত হন। ছবি: সংগৃহীত

মেক্সিকোতে তিনটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে কুয়াকনোপালান ও ওয়াখাকা শহরের মধ্যে পুয়েবলা রাজ্যের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয় এবং পরে হাসপাতালে আরও তিনজন মারা যায়। এ ছাড়া কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, একটি ট্যাংকার ট্রাক, একটি বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর সংবাদপত্র লা জোর্নাদা জানায়, সিমেন্টবাহী একটি ট্রাক একটি ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত লেনে প্রবেশ করার সময় ট্রাকটি প্রথমে একটি বাসকে ধাক্কা দেয় এবং পরে একটি পরিবহন ভ্যানের সঙ্গে সোজাসুজি সংঘর্ষে লিপ্ত হয়। এরপর ট্রাকটি খাদে পড়ে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন স্থানীয় সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে খাদ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং মহাসড়কের দীর্ঘ অংশের রেলিং ভাঙা অবস্থায় রয়েছে। বিবিসি এই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাসড়কগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোর তাবাসকোতে বাস দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা গিয়েছিল।

কিউবার অর্থনীতি ভঙ্গুর হলেও সরকার পতনের ঝুঁকি নেই, কারণ জানাল সিআইএ

ভেনেজুয়েলায় মুক্তি পাচ্ছেন মাদুরোর কঠোর সমালোচক রাজনৈতিক বন্দীরা

তেল ছাড়া ভেনেজুয়েলার আর কী কী সম্পদ রয়েছে

যেভাবে কপালে আঘাত পেয়েছেন মাদুরো ও তাঁর স্ত্রী

মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন সোনা বিক্রি, নেপথ্যে কী

ট্রাম্পের হুমকির মুখে থাকা লাতিন দেশগুলোর সমরশক্তি কেমন

মাদুরোর সহকারীর নেতৃত্ব মানেন না মাচাদো, দেশে ফেরার ঘোষণা

এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ

ভেনেজুয়েলায় ট্রাম্পের পদক্ষেপ মানবতার পথে বড় অগ্রগতি: মাচাদো

ভেনেজুয়েলায় অরক্ষিত হয়ে পড়েছে চীনা প্রযুক্তিগত অবকাঠামো