হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

এবার ক্যানসার ধরা পড়ল ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নতুন করে স্বাস্থ্য সংকটে পড়েছেন। তাঁর চিকিৎসক ক্লাউদিও বিওরোলিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) জানিয়েছেন, বলসোনারোর শরীরে চামড়ার ক্যানসার শনাক্ত হয়েছে। মাত্র কয়েক দিন আগে তিনি অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার বলসোনারোর শরীর থেকে ৮টি চামড়ার ক্ষত অপসারণ করা হয়। বায়োপসিতে দেখা যায়, তাঁর বুকে ও হাতে পাওয়া দুটি ক্ষতে স্কোয়ামাস সেল কার্সিনোমা রয়েছে, যা মাঝারি মাত্রার ক্যানসার। চিকিৎসকের ভাষায়—এটি খুব বেশি মারাত্মক নয়, আবার একেবারেই নিরীহও নয়। প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় আপাতত নিয়মিত পর্যবেক্ষণ ছাড়া বাড়তি চিকিৎসা লাগছে না।

ব্রাজিলে অভ্যুত্থান চেষ্টার দায়ে গত ৭ সেপ্টেম্বর ২৭ বছর ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর থেকে বলসোনারো নজরদারির মধ্যে আছেন। মঙ্গলবার হেঁচকি, বমি ও রক্তচাপ কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, পানিশূন্যতার কারণে তাঁর কিডনির কার্যক্ষমতা ব্যাহত হচ্ছিল। রাতভর হাসপাতালে থাকার পর বুধবার দুপুরে তিনি বাসায় ফেরেন। আগস্টের শুরুর দিক থেকে তিনি রাজধানী ব্রাসিলিয়ায় গৃহবন্দী অবস্থায় আছেন।

চিকিৎসক বিওরোলিনি বলেন, ‘বলসোনারোর হেঁচকির নির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। এটি ২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় পেটে ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সেটিও নিশ্চিত নয়।’

এদিকে বলসোনারোর আইনজীবীরা ইতিমধ্যেই সাজা কমানোর জন্য আপিলের প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা তাঁর নাজুক স্বাস্থ্যকে যুক্তি হিসেবে দেখিয়ে কারাদণ্ড গৃহবন্দী অবস্থায় ভোগ করার আবেদন করতে পারেন। একই সঙ্গে তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা কংগ্রেসে ক্ষমা প্রস্তাবনা উত্থাপনের চেষ্টা চালাচ্ছেন, যাতে সাজা কমানো যায়।

খড়্গহস্ত ট্রাম্প: মাদুরোর পাশে থাকবেন পুতিন ও লুকাশেঙ্কো

ভেনেজুয়েলার তেলের ট্যাংকার মেরে দেওয়ার ঘোষণায় ট্রাম্পকে ‘জলদস্যু’ বলল কারাকাস

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে মধ্যপন্থী নাসরাল্লা, ট্রাম্প তুলেছেন কারচুপির অভিযোগ

ক্যারিবীয় সাগরে নৌকায় হামলা, কলম্বিয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিহতের পরিবারের পিটিশন দাখিল

আরও দুই মিত্র হারালেন মাদুরো, লাতিনে ভেনেজুয়েলার পাশে এখন কারা

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ৬টি এয়ারলাইন নিষিদ্ধ করল ভেনেজুয়েলা

সামরিক অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের—তলোয়ার হাতে ভাষণ দিলেন মাদুরো

গৃহবন্দী থেকে কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

আন্দিজ পর্বতমালায় হাজারো গর্তের রহস্য উন্মোচনের দাবি বিজ্ঞানীদের

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভ, পুলিশের বলপ্রয়োগ