হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

ভয়াবহ দাবানলে পুড়ছে ব্রাজিল

ব্রাজিলের মাতো গ্রোসো দো সুল রাজ্যটিতে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। রাজ্যের প্যান্তানাল অঞ্চলের অগ্নিনির্বাপক কর্মীরা দাবানল থামানোর লক্ষ্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে প্রায় ৩২ হাজার হেক্টর অঞ্চল পুড়ে গেছে। আজ মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর অন্যান্য বছরের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় আগুন সহজে ছড়িয়ে পড়েছে। দাবানলের ফলে এরই মধ্যে প্যান্তানালের প্রায় ৩২ হাজার হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে। প্যান্তানালকে বলা হয়, পৃথিবীর সবচেয়ে বড় ক্রান্তীয় জলাভূমি। এ ছাড়া, এই অঞ্চলে বিপুল পরিমাণ জাগুয়ার, দৈত্যাকার অ্যান্টইটার, রিভার ওটারের মতো প্রাণি পাওয়া যায়। 
 
ইতিহাস বলছে, ২০২০ সালের পর এ বছর দাবানলে অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। সে বছরের দাবানলে প্যান্তানালের প্রায় ৩০ শতাংশ অঞ্চল আগুনে পুড়ে গিয়েছিল। অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে আগুন নেভাতে তাঁদের বেগ পেতে হচ্ছে। 

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের দাবানল একটু আগেভাগেই শুরু হয়েছে এবং তা আগের বছরের তুলনায় আরও তীব্র। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের (আইএনপিই) পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে ৯ জুন পর্যন্ত দাবানলের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৩৫ শতাংশ বেশি। 

স্থানীয় এনজিও ইনস্টিটিউটো সেন্ত্রো দা ভিদা থেকে ভিনিসিউস সিলগুইরো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বর্ষাকালেও আগুনের তীব্রতা বৃদ্ধি। সিলগুইরো সতর্ক করে বলেন, আগস্ট ও সেপ্টেম্বরের শুষ্ক মৌসুমে এই পরিস্থিতি সম্ভবত আরও খারাপ হবে। 

গত সপ্তাহে, ব্রাজিলের ফেডারেল সরকার ঘোষণা দিয়েছিল, দাবানল মোকাবিলায় মাতো গ্রোসো দো সুলের রাজ্য সরকারের পাশাপাশি আমাজন অঞ্চলের সরকারগুলোও একত্রে কাজ করবে। ব্রাজিলের পরিবেশমন্ত্রী মেরিনা সিলভা বলেছেন, দাবানলের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি যেসব স্থান থেকে দাবানলের উৎপত্তি হয়, সেসব স্থানে শুরুতেই এটি প্রতিরোধ করার জন্য আরও কিছু করতে হবে।

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে মধ্যপন্থী নাসরাল্লা, ট্রাম্প তুলেছেন কারচুপির অভিযোগ

ক্যারিবীয় সাগরে নৌকায় হামলা, কলম্বিয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিহতের পরিবারের পিটিশন দাখিল

আরও দুই মিত্র হারালেন মাদুরো, লাতিনে ভেনেজুয়েলার পাশে এখন কারা

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ৬টি এয়ারলাইন নিষিদ্ধ করল ভেনেজুয়েলা

সামরিক অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের—তলোয়ার হাতে ভাষণ দিলেন মাদুরো

গৃহবন্দী থেকে কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

আন্দিজ পর্বতমালায় হাজারো গর্তের রহস্য উন্মোচনের দাবি বিজ্ঞানীদের

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভ, পুলিশের বলপ্রয়োগ

জলবায়ু সম্মেলনের প্রবেশপথ আটকে আদিবাসীরা বললেন—কেউ ঢুকবে না, কেউ বেরোবে না

মার্কিন হামলার আশঙ্কায় ভেনেজুয়েলায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি