হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

নিজেকে বিজয়ী ঘোষণা করলেন মাদুরো, বিরোধীদের অন্য কথা

নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয় নিশ্চিত হলে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হবেন হুগো শ্যাভেজের এই উত্তরসূরি।

সোমবার বিবিসি জানিয়েছে, ভোট গণনা শেষ হওয়ার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মাদুরো। ভেনেজুয়েলার নির্বাচন পরিচালনা সংস্থা ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) বরাত দিয়ে এই ঘোষণা দেন তিনি। সংস্থাটির প্রধান এবং মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অ্যালভিস আমোরোসো জানিয়েছেন, ইতিমধ্যে ৮০ শতাংশ ভোট গণনা করা হয়ে গেছে। গণনা করা ভোটের মধ্যে ৫১ শতাংশ ভোট পেয়েছেন মাদুরো আর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

তবে সিএনই-এর ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা এটিকে প্রতারণা হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি ফলকে চ্যালেঞ্জ করারও ঘোষণা দিয়েছে।

বিরোধীরা বলছে, তাদের প্রার্থী অ্যাডমুন্ডো গনজালেস কম করে হলেও ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তিনিই নির্বাচিত প্রেসিডেন্ট। ভোট ফেরত জরিপগুলোতে মাদুরোর চেয়ে অন্তত ৪০ শতাংশ ব্যবধানে গনজালেস এগিয়ে ছিলেন বলে দাবি করা হচ্ছে।

সম্প্রতি বিরোধী দলগুলোর একটি জোট মাদুরোকে হারানোর জন্য গনজালেসকে প্রার্থী করেছিল। মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি গত ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে। ২০১৩ সালে সাবেক ও পশ্চিমাবিরোধী আলোচিত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ক্যানসার আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাদুরো।

গতকাল রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে রাজধানী কারাকাসে ভোট দেওয়ার পর মাদুরো প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিএনই দ্বারা ঘোষিত ফলাফলকে তিনি সম্মান জানাবেন। তবে এই সংস্থাটিতে ক্ষমতাসীনদের একচ্ছত্র আধিপত্য রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোট শুরুর আগেই স্থানীয় সময় সকাল ৬টা থেকেই কেন্দ্রগুলোতে দলে দলে আসতে শুরু করেছিলেন ভেনেজুয়েলার মানুষেরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কারাকাসের একটি ভোটকেন্দ্রর দরজা খোলার জন্য বাইরে অপেক্ষারত ভোটারদের সারিগুলোতে উত্তেজনা দেখা গিয়েছিল। নির্বাচন উপলক্ষে দেশটিতে সীমিত সংখ্যক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক ছিলেন। এর মধ্যে জাতিসংঘ থেকে চারজন এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক কার্টার সেন্টার থেকে একটি ছোট কারিগরি দল ছিল।

কিউবার অর্থনীতি ভঙ্গুর হলেও সরকার পতনের ঝুঁকি নেই, কারণ জানাল সিআইএ

ভেনেজুয়েলায় মুক্তি পাচ্ছেন মাদুরোর কঠোর সমালোচক রাজনৈতিক বন্দীরা

তেল ছাড়া ভেনেজুয়েলার আর কী কী সম্পদ রয়েছে

যেভাবে কপালে আঘাত পেয়েছেন মাদুরো ও তাঁর স্ত্রী

মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন সোনা বিক্রি, নেপথ্যে কী

ট্রাম্পের হুমকির মুখে থাকা লাতিন দেশগুলোর সমরশক্তি কেমন

মাদুরোর সহকারীর নেতৃত্ব মানেন না মাচাদো, দেশে ফেরার ঘোষণা

এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ

ভেনেজুয়েলায় ট্রাম্পের পদক্ষেপ মানবতার পথে বড় অগ্রগতি: মাচাদো

ভেনেজুয়েলায় অরক্ষিত হয়ে পড়েছে চীনা প্রযুক্তিগত অবকাঠামো