হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

প্রাপ্তবয়স্কদের সিনেমায় গিয়ে যৌন হয়রানির শিকার, তারকার লাশ উদ্ধার

প্রাপ্তবয়স্কদের সিনেমায় বেশ পরিচিত তারকা হয়ে উঠেছিলেন পেরুর থাইনা ফিল্ডস। তবে সম্প্রতি তিনি পর্নো শিল্পে নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন। চলতি সপ্তাহে নিজ বাড়ি থেকে এ ২৪ বছর বয়সী পর্নো তারকার লাশ উদ্ধার করা হয়েছে। 

একজন সহশিল্পী এবং পর্নো কনটেন্ট নির্মাতা স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে থাইনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। থাইনার ঘনিষ্ঠ বন্ধু আলেহান্দ্রা সুইট সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি এটি নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলতে পারছি না। এ দুঃসংবাদ আমি নিতে পারছি না!’ 

সুইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারদের সঙ্গে একটি শোকবার্তা শেয়ার করেছেন। তিনি সবাইকে থাইনা ফিল্ডসকে ইতিবাচকভাবে মনে রাখার অনুরোধ জানিয়েছেন। 

মিল্কি পেরু নামে একটি প্রযোজনা সংস্থা থাইনাকে সহযোগিতা করেছিল। তারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে। 

পর্নো ইন্ডাস্ট্রিতে গুরুতর যৌন হয়রানির শিকার হওয়ার কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন থাইনা। আসল নাম অ্যাবিগেল ব্যবহার করে আট মাস আগে তিনি বলেছিলেন, ‘আমি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি শুরু করার পর যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।’ 

থাইনা ফিল্ডস চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে বলেন, ‘প্রথমে অনেকে ভেবেছিল, আমাকে নিয়োগ দিয়ে তারা যেন আমাকে কিনে নিয়েছে; আমার সঙ্গে যা খুশি তা-ই করতে পারবে। ওই ঘটনার পর আমি বাড়িতে এসে স্নান করেছিলাম এবং কেঁদেছিলাম। আমার সঙ্গে এমন অনেকবার ঘটেছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করা খুব কঠিন যখন সমাজ আক্ষরিক অর্থেই উচ্ছন্নে যায়!’

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

খড়্গহস্ত ট্রাম্প: মাদুরোর পাশে থাকবেন পুতিন ও লুকাশেঙ্কো

ভেনেজুয়েলার তেলের ট্যাংকার মেরে দেওয়ার ঘোষণায় ট্রাম্পকে ‘জলদস্যু’ বলল কারাকাস

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে মধ্যপন্থী নাসরাল্লা, ট্রাম্প তুলেছেন কারচুপির অভিযোগ

ক্যারিবীয় সাগরে নৌকায় হামলা, কলম্বিয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিহতের পরিবারের পিটিশন দাখিল

আরও দুই মিত্র হারালেন মাদুরো, লাতিনে ভেনেজুয়েলার পাশে এখন কারা

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ৬টি এয়ারলাইন নিষিদ্ধ করল ভেনেজুয়েলা

সামরিক অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের—তলোয়ার হাতে ভাষণ দিলেন মাদুরো

গৃহবন্দী থেকে কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো