হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

নির্বাচনী সমাবেশে কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর মাথায় ও হাঁটুতে গুলি

আজকের পত্রিকা ডেস্ক­

গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থীর জন্য ক্লিনিকের সামনে জড়ো হয়েছেন সমর্থকেরা। ছবি: এএফপি

এবার নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাই। পরপর তিনবার গুলি করা হয় তাঁকে। এর মধ্যে দুটি বুলেটই তাঁর মাথায় লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর অন্যটি লেগেছে হাঁটুতে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এ ঘটনায় ১৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

গতকাল শনিবার কলম্বিয়ার রাজধানী বোগোটায় এ ঘটনা ঘটে। একটি পার্কে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন মিগুয়েল। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই কিশোর। তাৎক্ষণিকভাবে মিগুয়েলকে হেলিকপ্টারে করে রাজধানীর একটি ক্লিনিকে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। তবে, তাঁর অবস্থা সংকটাপন্ন বলে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন তাঁর স্ত্রী মারিয়া ক্লডিয়া তারাজোনা।

এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘মিগুয়েল এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। যাঁরা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন চিকিৎসকেরা ওকে সুস্থ করে তুলতে পারেন।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মিগুয়েলকে যে ক্লিনিকে নেওয়া হয়েছে সেখানে জড়ো হয়েছেন তাঁর বহু সমর্থক। মিগুয়েলের জন্য প্রার্থনা করছেন তাঁরা।

এরই মধ্যে মিগুয়েলের গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তের ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিগুয়েল বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ। আর তারপরই মঞ্চের ওপর লুটিয়ে পড়েন মিগুয়েল। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে লোকজন।

এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মিগুয়েলের রাজনৈতিক দল সেন্ত্রো দেমোক্রাতিকো। বিবৃতিতে বলা হয়, ‘এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং কলম্বিয়ার গণতন্ত্র ও স্বাধীনতার ওপরই আঘাত।’

কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারও এই হামলাকে ‘গণতন্ত্রের ওপর সহিংস আঘাত’ হিসেবে অভিহিত করেছে। তারা এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘৃণ্য সহিংসতার তীব্র নিন্দা জানাই আমরা।’

মিগুয়েলের ওপর হামলার নিন্দা জানিয়েছে ট্রাম্প প্রশাসনও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘এই হামলা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি।’

চলতি বছরের অক্টোবরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন মিগুয়েল। তিনি কলম্বিয়ার প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর মা ছিলেন খ্যাতিমান সাংবাদিক ডায়ানা তুরবাই, যিনি ১৯৯১ সালে মাদক সম্রাট পাবলো এস্কোবারের নেতৃত্বাধীন মেডেলিন কার্টেলের হাতে অপহরণের পর এক উদ্ধার অভিযানে নিহত হন। তাঁর বাবা ছিলেন একজন শ্রমিক ইউনিয়ন নেতা ও ব্যবসায়ী।

মিগুয়েলের ওপর এই হামলার পর কলম্বিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির ইতিহাসে রাজনীতিকদের ওপর এমন সহিংসতা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এক প্রেসিডেন্ট প্রার্থীকে সরাসরি হত্যাচেষ্টা করার ঘটনা দেশব্যাপী উদ্বেগ বাড়িয়েছে।

ভেনেজুয়েলায় ভিয়েতনামের পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের—বিশেষজ্ঞ মত

ভেনেজুয়েলার তেল বেচে লাভের ভাগ নেবে যুক্তরাষ্ট্র, আছে পুরোনো হিসাব

ভেনেজুয়েলায় তেলের মজুত কত, মার্কিন কোম্পানিগুলো কি ব্যবসার সুযোগ পাবে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি, দাবি ট্রাম্পের

মাদুরোর ঘনিষ্ঠদের হাতেই ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ

মাদুরোকে ধরে নিয়ে গিয়ে কোথায় রেখেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা চীনের

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

মাদুরো নেই, ভেনেজুয়েলার শাসনভার কার হাতে

পানামার নরিয়েগার পরিণতি হবে কি মাদুরোর