হোম > বিশ্ব > ভারত

এবার শিবসেনা নেতা সঞ্জয়ের বাড়িতে হানা দিল ইডি

ভারতের মুম্বাইয়ের বন্দুপে অবস্থিত শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ রোববার এ তল্লাশির সময় তাঁকে অর্থ পাচারের মামলায় ইডির প্রশ্নেরও মুখোমুখি হতে হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

এর আগে সংস্থাটির পক্ষ থেকে সঞ্জয়কে দুইবার তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি। দিল্লিতে চলমান পার্লামেন্ট অধিবেশনে ব্যস্ত থাকায় আগামী ৭ আগস্ট পর্যন্ত সময় চেয়েছিলেন তিনি।

সংস্থাটি তাঁর বিরুদ্ধে ‘পাত্র চাউল স্ক্যান’ মানি লন্ডারিং মামলার তদন্ত করছে, যার মধ্যে ১ হাজার ৩৪ কোটি রুপির জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মুম্বাইয়ে পাত্র চাউল বিল্ডিং এর পুনউন্নয়নে এবং তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে সম্পর্কিত লেনদেনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে শিবিরের এ নেতা কোনো অন্যায় কাজ করেননি জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। টুইটে তিনি বলেন, ‘আমি মরে গেলেও শিবসেনা ছাড়ব না কিংবা আত্মসমর্পণ করব না।’

এদিকে বিজেপি জানিয়েছে, সঞ্জয় নির্দোষ হলে ইডিকে ভয় পাওয়া উচিত নয়।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি