হোম > বিশ্ব > ভারত

থানায় ভিডিও করতে বাধা দেওয়ায় পুলিশকে কামড় 

থানায় ভিডিও করতে দেওয়া হয়নি এক ব্যক্তিকে। তাই রাগান্বিত হয়ে পুলিশকেই কামড়ে দিয়েছেন তিনি। ঘটনা ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলার উমরেদ তহসিলের মকর ধোকড়া পুলিশ স্টেশনের। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম রাকেশ পুরুষোত্তম গজভিয়ে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি মকর ধোকড়া গ্রামেরই বাসিন্দা। তাঁর সঙ্গে এক ব্যক্তির বিরোধ ছিল। তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে এসে সেই ব্যক্তি সম্পর্কে মামলা দায়ের না করতে অনুরোধ করেন। এই বিষয়ে পুলিশের সঙ্গে হালকা কথা-কাটাকাটিও হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সেখানে থাকা পুলিশ কর্মকর্তাদের ভিডিও করতে শুরু করেন। 

পরে পুলিশ তাঁকে ভিডিও করতে নিষেধ করে। কিন্তু রাকেশ পুলিশের কথা না শুনে ভিডিও করতেই থাকে। একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তা তাঁকে ভিডিও করতে বাধা দেন এবং ভিডিওটি মুছে ফেলার দাবি জানান। এর পরপরই রাকেশ ওই পুলিশ কর্মকর্তাকে একাধিকবার কামড়ে দেন। 

পুলিশ আরও জানিয়েছে, এরপর ওই লোক তাঁর দ্বিচক্রযান যোগে পালিয়ে যায়। পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৩ (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ) এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা