হোম > বিশ্ব > ভারত

থানায় ভিডিও করতে বাধা দেওয়ায় পুলিশকে কামড় 

থানায় ভিডিও করতে দেওয়া হয়নি এক ব্যক্তিকে। তাই রাগান্বিত হয়ে পুলিশকেই কামড়ে দিয়েছেন তিনি। ঘটনা ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলার উমরেদ তহসিলের মকর ধোকড়া পুলিশ স্টেশনের। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম রাকেশ পুরুষোত্তম গজভিয়ে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি মকর ধোকড়া গ্রামেরই বাসিন্দা। তাঁর সঙ্গে এক ব্যক্তির বিরোধ ছিল। তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে এসে সেই ব্যক্তি সম্পর্কে মামলা দায়ের না করতে অনুরোধ করেন। এই বিষয়ে পুলিশের সঙ্গে হালকা কথা-কাটাকাটিও হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সেখানে থাকা পুলিশ কর্মকর্তাদের ভিডিও করতে শুরু করেন। 

পরে পুলিশ তাঁকে ভিডিও করতে নিষেধ করে। কিন্তু রাকেশ পুলিশের কথা না শুনে ভিডিও করতেই থাকে। একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তা তাঁকে ভিডিও করতে বাধা দেন এবং ভিডিওটি মুছে ফেলার দাবি জানান। এর পরপরই রাকেশ ওই পুলিশ কর্মকর্তাকে একাধিকবার কামড়ে দেন। 

পুলিশ আরও জানিয়েছে, এরপর ওই লোক তাঁর দ্বিচক্রযান যোগে পালিয়ে যায়। পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৩ (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ) এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি