হোম > বিশ্ব > ভারত

থানায় ভিডিও করতে বাধা দেওয়ায় পুলিশকে কামড় 

থানায় ভিডিও করতে দেওয়া হয়নি এক ব্যক্তিকে। তাই রাগান্বিত হয়ে পুলিশকেই কামড়ে দিয়েছেন তিনি। ঘটনা ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলার উমরেদ তহসিলের মকর ধোকড়া পুলিশ স্টেশনের। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম রাকেশ পুরুষোত্তম গজভিয়ে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি মকর ধোকড়া গ্রামেরই বাসিন্দা। তাঁর সঙ্গে এক ব্যক্তির বিরোধ ছিল। তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে এসে সেই ব্যক্তি সম্পর্কে মামলা দায়ের না করতে অনুরোধ করেন। এই বিষয়ে পুলিশের সঙ্গে হালকা কথা-কাটাকাটিও হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সেখানে থাকা পুলিশ কর্মকর্তাদের ভিডিও করতে শুরু করেন। 

পরে পুলিশ তাঁকে ভিডিও করতে নিষেধ করে। কিন্তু রাকেশ পুলিশের কথা না শুনে ভিডিও করতেই থাকে। একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তা তাঁকে ভিডিও করতে বাধা দেন এবং ভিডিওটি মুছে ফেলার দাবি জানান। এর পরপরই রাকেশ ওই পুলিশ কর্মকর্তাকে একাধিকবার কামড়ে দেন। 

পুলিশ আরও জানিয়েছে, এরপর ওই লোক তাঁর দ্বিচক্রযান যোগে পালিয়ে যায়। পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৩ (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ) এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা