হোম > বিশ্ব > ভারত

কয়লা পাচারের অভিযোগে আবারও মমতার ভাতিজাকে ডেকেছে ইডি

কলকাতা প্রতিনিধি

কয়লা পাচারের অভিযোগ তদন্তের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও শাসক দল তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা। ভারতে অর্থনৈতিক অপরাধের তদন্তকারী সংস্থা ইডি তাঁকে আগামী শুক্রবার কলকাতা কার্যালয়ে হাজির হওয়ার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে।

এর আগেও ইডি একাধিকবার অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করেছে। এবার তাঁর শ্যালিকা মানেকা গম্ভীরকেও ডাকা হয়েছে। তবে মানেকা এই নোটিশের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিষেককে হয়রানি করা হচ্ছে। তবে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ৯০০ কোটি রুপির কয়লা কেলেঙ্কারির ভাগ পেতেন অভিষেক।

গতকাল সোমবার পশ্চিমবঙ্গে ছাত্রদের এক অনুষ্ঠানে বিশাল জনসমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তৃতা করেছে। এ বার হয়তো আজ অথবা কাল ওকে কোনো সংস্থা নোটিশ ধরাবে।’ মমতার বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সত্যিই ইডির নোটিশ পেলেন অভিষেক। মমতা বলেছিলেন, ‘নোটিশ ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এ বার তো মনে হয় ওর দুই বছরের ছেলেকেও নোটিশ ধরাবে। ওকেও নোটিশ ধরিয়ে দেখুক দুই বছরের ছেলেটাও কতটা শক্ত হয়েছে।’

অভিষেক এবং তাঁর স্ত্রী–শ্যালিকার বিরুদ্ধে ইডির নোটিশ প্রসঙ্গে আজ মঙ্গলবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘অভিষেককে ভয় পায় বিজেপি। তাই বড় সমাবেশ দেখলেই ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থাগুলো।’ তবে বিজেপির পাল্টা দাবি, স্বাধীনভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলো কাজ করছে। অভিষেকের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অনেক আগে থেকেই করে চলেছেন বিজেপি নেতারা। এমনকি, কংগ্রেস ও বাম নেতারাও অভিষেকের বিরুদ্ধে একই অভিযোগ তুলে তদন্তের দাবিতে সোচ্চার।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস