হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় সশস্ত্র হামলায় বিএসএফ জওয়ানের মৃত্যু

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যে সশস্ত্র হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ানের মৃত্যু হয়েছে। ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় বাংলাদেশের সীমান্তবর্তী খানৎলাং এলাকায় ওই সশস্ত্র হামলায় নিহত জওয়ানের নাম গিরিশ কুমার যাদব। 

নিহত গিরিশ কুমার যাদব বিএসএফের কাঞ্চনাবাড়ি সাব–ডিভিশনের ১৪৫ ব্যাটালিয়নের একজন সদস্য। ওই সাব–ডিভিশনের অংশ হিসেবেই তিনি উত্তর ত্রিপুরা জেলায় কর্মরত ছিলেন। বিএসএফের তথ্যানুসারে, একটি জায়গায় ওত পেতে থাকা অস্ত্রধারীরা বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায়। ওই সময় গিরিশ চারবার গুলিবিদ্ধ হন। পরে তাঁকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারযোগে আগরতলায় নেওয়া হলেও সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

প্রাথমিকভাবে ত্রিপুরা পুলিশের অনুমান, ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরার (এনএলএফটি) বিশ্বমোহন গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত। বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় সিংহানিয়া স্থানীয় সময় আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। 
 
সঞ্জয় সিংহানিয়া বলেন, ‘উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও টহল দিচ্ছিলেন বিএসএফের জওয়ানেরা। এক সময় জঙ্গলে লুকিয়ে থাকা অস্ত্রধারীরা জওয়ানদের লক্ষ্য করে প্রথমে গুলি ছুড়ে। জবাবে জওয়ানেরাও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীদের গুলিতেই জওয়ানের মৃত্যু হয়।’ 

ঘটনার পরপরই আক্রমণকারীদের খোঁজে শুক্রবার সারা দিন ঘটনাস্থলের আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। 

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি