হোম > বিশ্ব > ভারত

ভারতে বিধানসভা নির্বাচনে বাড়তি গুরুত্ব পাচ্ছে ধর্মীয় বিভাজন

কলকাতা প্রতিনিধি

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বেশ গুরুত্ব পাচ্ছে ধর্মীয় বিভাজন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ধর্মীয় বিভাজনকেই ভোটে বড় হাতিয়ার করে তুলেছেন। হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী আজ সোমবার উত্তর প্রদেশে ভোট প্রচারে বলেন, গোয়ায় হিন্দু ভোট ভাগ করতেই তৃণমূল প্রার্থী দিয়েছে। মোদীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তাদের অভিযোগ, বিজেপির রাজনীতিটাই হচ্ছে মুসলিম বিদ্বেষে ভরপুর। 

এদিকে, একই দিনে ইউপির বিধায়ক ও ভোটপ্রার্থী রাঘবেন্দ্র সিং দাবি করেন, ভোটে জিতলে মুসলিমদেরও তিলক পরতে বাধ্য করবেন তিনি। ভোটের ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে পরিবারবাদী বলে কটাক্ষ করেন। 

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ৫৫টি আসনে সোমবার গ্রহণ করা হয় দ্বিতীয় দফার ভোট। রাজ্যের নয়টি জেলার এই ৫৫টি আসনের মধ্যে গতবার বিজেপি জিতেছিল ৩৮টি আসন। তবে আখ চাষিদের ক্ষোভে এবার আসন কমতে পারে বলে বিভিন্ন জরিপে বলা হয়েছে। প্রথম দফায় ৫৮টি আসনে ভোট গৃহীত হয়। ইউপিতে আরও ৬ দফায় ভোট রয়েছে। 

এদিন একই সঙ্গে ভোট হয়েছে গোয়ার ৪০ এবং উত্তরাখণ্ডের ৭০টি আসনে। পাঁচ রাজ্যের ভোট শেষ হবে আগামী ৭ মার্চ; গণনা ১০ মার্চ। সর্বত্রই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। কংগ্রেস ও বিজেপি ছাড়াও গোয়ায় তৃণমূল ও আম আদমি পার্টি লড়ছে। 

উত্তরাখণ্ডে অবশ্য মূল লড়াই কংগ্রেসের সঙ্গে বিজেপির। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর অভিযোগ, কংগ্রেসকে হারাতে বিজেপির আঁতুড় ঘরেই জন্ম আম আদমি পার্টির। আর তৃণমূল সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, গোয়ায় হিন্দু ভোট কেটে কংগ্রেসকে জেতাতে চাইছে তৃণমূল। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অভিযোগ, কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপির সুবিধা করে দিতেই গোয়ায় ভোটে লড়ছে মমতা ব্যানার্জির তৃণমূল।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে