হোম > বিশ্ব > ভারত

ভারতে বিধানসভা নির্বাচনে বাড়তি গুরুত্ব পাচ্ছে ধর্মীয় বিভাজন

কলকাতা প্রতিনিধি

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বেশ গুরুত্ব পাচ্ছে ধর্মীয় বিভাজন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ধর্মীয় বিভাজনকেই ভোটে বড় হাতিয়ার করে তুলেছেন। হিজাব নিয়ে বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী আজ সোমবার উত্তর প্রদেশে ভোট প্রচারে বলেন, গোয়ায় হিন্দু ভোট ভাগ করতেই তৃণমূল প্রার্থী দিয়েছে। মোদীর অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তাদের অভিযোগ, বিজেপির রাজনীতিটাই হচ্ছে মুসলিম বিদ্বেষে ভরপুর। 

এদিকে, একই দিনে ইউপির বিধায়ক ও ভোটপ্রার্থী রাঘবেন্দ্র সিং দাবি করেন, ভোটে জিতলে মুসলিমদেরও তিলক পরতে বাধ্য করবেন তিনি। ভোটের ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে পরিবারবাদী বলে কটাক্ষ করেন। 

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ৫৫টি আসনে সোমবার গ্রহণ করা হয় দ্বিতীয় দফার ভোট। রাজ্যের নয়টি জেলার এই ৫৫টি আসনের মধ্যে গতবার বিজেপি জিতেছিল ৩৮টি আসন। তবে আখ চাষিদের ক্ষোভে এবার আসন কমতে পারে বলে বিভিন্ন জরিপে বলা হয়েছে। প্রথম দফায় ৫৮টি আসনে ভোট গৃহীত হয়। ইউপিতে আরও ৬ দফায় ভোট রয়েছে। 

এদিন একই সঙ্গে ভোট হয়েছে গোয়ার ৪০ এবং উত্তরাখণ্ডের ৭০টি আসনে। পাঁচ রাজ্যের ভোট শেষ হবে আগামী ৭ মার্চ; গণনা ১০ মার্চ। সর্বত্রই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। কংগ্রেস ও বিজেপি ছাড়াও গোয়ায় তৃণমূল ও আম আদমি পার্টি লড়ছে। 

উত্তরাখণ্ডে অবশ্য মূল লড়াই কংগ্রেসের সঙ্গে বিজেপির। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর অভিযোগ, কংগ্রেসকে হারাতে বিজেপির আঁতুড় ঘরেই জন্ম আম আদমি পার্টির। আর তৃণমূল সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, গোয়ায় হিন্দু ভোট কেটে কংগ্রেসকে জেতাতে চাইছে তৃণমূল। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অভিযোগ, কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপির সুবিধা করে দিতেই গোয়ায় ভোটে লড়ছে মমতা ব্যানার্জির তৃণমূল।

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের

ভারতে ডোনাল্ড ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, খেপেছে বিজেপি