হোম > বিশ্ব > ভারত

জম্বু-কাশ্মীরের পূর্ণ মর্যাদা ফেরাতে চান গোলাম নবী আজাদ

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস ছেড়ে দল গঠনের ঘোষণার পর প্রথমবারের মতো র‍্যালি করেছেন জম্বু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য গোলাম নবী আজাদ। আজ রোববার জম্বুতে আয়োজিত র‍্যালিতে তিনি বলেন, তাঁর দল জম্বু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ করবে। স্থানীয়দের জমির অধিকার ও কর্মসংস্থানকেও গুরুত্ব দেওয়া হবে। 

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলডটইন জানায়, ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের মাধ্যমে জম্বু ও কাশ্মীর অঞ্চলের রাজ্যত্ব ও বিশেষ মর্যাদা বাতিল করা হয়। সেই সঙ্গে অঞ্চলটির স্থায়ী বাসিন্দাদের বিশেষ অধিকার ও সুযোগ-সুবিধার নিশ্চিতের স্বীকৃতি রয়েছে এমন অনুচ্ছেদও (৩৫ /এ) বাতিল করা হয়। এরপর থেকে অঞ্চলটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে। 

ধারণা করা হচ্ছিল, র‍্যালির দিনই গোলাম নবী তাঁর দলটির সূচনা করবেন। কিন্তু এখনো কোনো নাম ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। প্রায় ৫০ বছর কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর গত মাসে আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন গোলাম নবী। 

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’