হোম > বিশ্ব > ভারত

মাসিক স্বাস্থ্যবিধি সচেতনতায় বেতনের ১০% ব্যয় করেন শিক্ষিকা

মাসিক স্বাস্থ্যবিধিজনিত জটিলতায় চার বছর আগে প্রাণ হারিয়েছেন এক নিকটাত্মীয়। এই মৃত্যু মেনে নিতে পারেননি উত্তর প্রদেশের শিক্ষক বন্দনা সিং। আর সময় অপচয় না করে শুরু করেন গ্রামাঞ্চলের নারীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা ও স্যানিটারি প্যাড বিতরণের কাজ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বন্দনা সিং পুরবনারায় অবস্থিত চন্দ্রশেখর আজাদ ইন্টার স্কুলে ইংরেজি বিভাগের লেকচারার। পড়ানোর পাশাপাশি সুযোগ পেলেই প্রত্যন্ত এলাকায় ছুটে যান তিনি। নারীদের মাঝে মাসিক সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেন। দরিদ্র নারীদের মধ্যে বিনা মূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করেন। প্রতি সপ্তাহে তিনি ৫০০ থেকে ১ হাজার প্যাড বিতরণ করেন। এ পর্যন্ত তাঁর বিতরণ করা প্যাডের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। এভাবে অন্তত ৫ লাখ প্যাড বিতরণের পরিকল্পনা রয়েছে তাঁর।

স্কুল থেকে পাওয়া বেতনের ১০ শতাংশ প্যাড কেনার কাজে খরচ করেন বন্দনা। তিনি বলেন, 'মাসিক স্বাস্থ্যবিধি প্রত্যেক নারীর জন্য অত্যন্ত জরুরি। এ স্বাস্থ্যবিধি না মানলে নানা জটিল রোগের আশঙ্কা রয়েছে। এসব রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে গ্রামাঞ্চলের বেশির ভাগ নারীই এ বিষয়ে সচেতন নন। আমরা তাঁদের সচেতন করতে কাজ করছি।' 

শুরুর দিকে বন্দনা সিংকে বহু কটূক্তিও শুনতে হয়েছে।' একজন নারী হয়েও এসব কী বলছে'র মতো কথাও শুনেছেন। এর পরেও থেমে যাননি বন্দনা। সচেতনতা, ফ্রি প্যাড বিতরণের পাশাপাশি প্যাড বানানোর পাঁচটি মেশিনও স্থাপন করেছেন। এতে কয়েকজন নারীর কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে।

এ কাজের জন্য তেমন কোনো স্বীকৃতি এখনো আসেনি। তবে শহরে 'প্যাড ওমেন' নামে বন্দনা সিংয়ের পরিচিতি সারা দেশে ছড়িয়ে পড়েছে।

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ