হোম > বিশ্ব > ভারত

পারিবারিকভাবে বিয়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতীয় তরুণী লাপাত্তা

আজকের পত্রিকা ডেস্ক­

নিউ জার্সির লিন্ডেনওল্ড শহরে নিখোঁজ হন সিমরান। ছবি: সংগৃহীত

পরিবারের পছন্দে বিয়ে করতে কিছু দিন আগে ভারত থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যান ২৪ বছরের সিমরান। কিন্তু সেখানে পৌঁছানোর ছয় দিন পর হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি।

নিউ জার্সি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক পোস্ট।

তাদের প্রতিবেদনে বলা হয়, ২০ জুন নিউ জার্সিতে পা দেন সিমরান। অঙ্গরাজ্যটির ক্যামডেন কাউন্টির লিন্ডেনওল্ড শহরে ২৬ জুন থেকে লাপাত্তা তিনি।

শহরটির সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে পুলিশ বলছে, নিখোঁজ হওয়ার আগে শহরের এক রাস্তায় সিমরানকে কারও জন্য অপেক্ষা করতে দেখা গেছে। দেখে মনে হচ্ছিল না তিনি কোনো সংকটের মধ্য ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শেষবার সিমরানকে ধূসর রঙের প্যান্ট, সাদা টি-শার্ট, কালো ফ্লিপফ্লপ জুতা ও হিরা বসানো কানের দুল পরা অবস্থায় দেখা যায়।

দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইংরেজি ভাষায় কথা বলতে না পারা সিমরানের যুক্তরাষ্ট্রে কোনো আত্মীয় নেই। তাঁর সঙ্গে একটি আন্তর্জাতিক ফোন ছিল, যা শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে চালু করা যায়।

পুলিশের ভাষ্য, ইংরেজি না জানায় ও যুক্তরাষ্ট্রে কোনো আত্মীয়স্বজন না থাকায় সিমরানকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। ভারতে তাঁর পরিবারের সদস্যেরও খোঁজ পাওয়া যায়নি, যাঁদের সঙ্গে যোগাযোগ করে তাঁর সম্ভাব্য অবস্থান সম্পর্কে কিছু জানা যেতে পারে।

সিমরান পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়ের জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের বলা হলেও কর্তৃপক্ষ এমন সম্ভাবনাও খতিয়ে দেখছে যে—বিয়ে করার কোনো ইচ্ছা ছাড়াই কেবল যুক্তরাষ্ট্রে প্রবেশের উপায় হিসেবে বিয়ের প্রস্তাবটি গ্রহণ করেছিলেন তিনি।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার