হোম > বিশ্ব > ভারত

কর্ণাটক সরকারকে ‘দুর্নীতিবাজ’ উল্লেখ করে ১৩ হাজার স্কুল থেকে মোদিকে চিঠি 

কর্ণাটকের সরকারকে ‘দুর্নীতিবাজ’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে রাজ্যের অন্তত ১৩ হাজার স্কুল। স্কুলগুলোর প্রতিনিধিত্বকারী দুটি সংগঠনের পক্ষ থেকে বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে চিঠি পাঠানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের স্কুলগুলোর পক্ষে অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্ট অব প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলস এবং রেজিস্টার্ড আন–এইডেড প্রাইভেট স্কুলস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আরজি জানিয়েছে, রাজ্যের শিক্ষা বিভাগ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে চাওয়া ঘুষের অভিযোগটি খতিয়ে দেখতে।

নরেন্দ্র মোদির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘অনুদানবিহীন বেসরকারি স্কুলগুলোতে অবৈজ্ঞানিক, অযৌক্তিক, বৈষম্যমূলক এবং অ-সম্মতিমূলক নিয়মকানুন প্রয়োগ করা হয় এবং এই খাতে বিশাল দুর্নীতি চলছে।’ অ্যাসোসিয়েশন দুটি দাবি করেছে, তাঁরা রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশের কাছে একাধিক অভিযোগ এবং আবেদন করলেও তিনি তাতে সাড়া দেননি। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কর হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয় পুরো সিস্টেমের বিদ্যমান করুণ পরিস্থিতি শুনতে, উপলব্ধি করতে এবং সমস্যাগুলোর সমাধান করার ক্ষেত্রে অনেক বেশি অসহিষ্ণু। বিজেপির দুজন মন্ত্রী আক্ষরিক অর্থেই রাজ্যের বাজেট স্কুলগুলোর অনেক ক্ষতি করেছেন।’

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও সরকার নির্ধারিত পাঠ্যপুস্তক এখনো অনেক বিদ্যালয়েই পৌঁছায়নি বলেও অভিযোগ করা হয়েছে অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে। প্রধানমন্ত্রী মোদীকে অভিযোগগুলো খতিয়ে দেখার এবং কর্ণাটক শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে তদন্ত শুরু করার আহ্বানও জানানো হয়েছে চিঠিতে। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার