হোম > বিশ্ব > ভারত

কর্ণাটক সরকারকে ‘দুর্নীতিবাজ’ উল্লেখ করে ১৩ হাজার স্কুল থেকে মোদিকে চিঠি 

কর্ণাটকের সরকারকে ‘দুর্নীতিবাজ’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে রাজ্যের অন্তত ১৩ হাজার স্কুল। স্কুলগুলোর প্রতিনিধিত্বকারী দুটি সংগঠনের পক্ষ থেকে বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে চিঠি পাঠানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের স্কুলগুলোর পক্ষে অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্ট অব প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলস এবং রেজিস্টার্ড আন–এইডেড প্রাইভেট স্কুলস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আরজি জানিয়েছে, রাজ্যের শিক্ষা বিভাগ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে চাওয়া ঘুষের অভিযোগটি খতিয়ে দেখতে।

নরেন্দ্র মোদির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘অনুদানবিহীন বেসরকারি স্কুলগুলোতে অবৈজ্ঞানিক, অযৌক্তিক, বৈষম্যমূলক এবং অ-সম্মতিমূলক নিয়মকানুন প্রয়োগ করা হয় এবং এই খাতে বিশাল দুর্নীতি চলছে।’ অ্যাসোসিয়েশন দুটি দাবি করেছে, তাঁরা রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশের কাছে একাধিক অভিযোগ এবং আবেদন করলেও তিনি তাতে সাড়া দেননি। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কর হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয় পুরো সিস্টেমের বিদ্যমান করুণ পরিস্থিতি শুনতে, উপলব্ধি করতে এবং সমস্যাগুলোর সমাধান করার ক্ষেত্রে অনেক বেশি অসহিষ্ণু। বিজেপির দুজন মন্ত্রী আক্ষরিক অর্থেই রাজ্যের বাজেট স্কুলগুলোর অনেক ক্ষতি করেছেন।’

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও সরকার নির্ধারিত পাঠ্যপুস্তক এখনো অনেক বিদ্যালয়েই পৌঁছায়নি বলেও অভিযোগ করা হয়েছে অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে। প্রধানমন্ত্রী মোদীকে অভিযোগগুলো খতিয়ে দেখার এবং কর্ণাটক শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে তদন্ত শুরু করার আহ্বানও জানানো হয়েছে চিঠিতে। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি