হোম > বিশ্ব > ভারত

কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্য অযৌক্তিক: ভারত 

কাশ্মীর নিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মন্তব্যকে অযৌক্তিক বলে দাবি করেছে ভারত। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমানা নির্ধারণের বিষয়ে ওআইসির করা মন্তব্যের কড়া প্রতিক্রিয়ায় ভারত এ কথা জানিয়েছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অরিন্দম বাগচীর বরাত দিয়ে জানিয়েছে, ওআইসি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক মন্তব্য করেছে। 

সংবাদ সম্মেলনে অরিন্দম বাগচী বলেছেন, ‘ওআইসি অযৌক্তিকভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করায় আমরা হতাশ। এর আগেও, ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে ভারতের ইউনিয়ন টেরিটরি জম্মু-কাশ্মীরের বিষয়ে ওআইসির বক্তব্যকে নাকচ করেছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।’ 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাকিস্তানের দিকে ইঙ্গিত করে আরও বলেন, ‘কোনো একটি নির্দিষ্ট দেশের পক্ষ হয়ে এ ধরনে সাম্প্রদায়িক মনোভাব থেকে ওআইসির বিরত থাকা উচিত।’

এর আগে, এ মাসেই ভারত সরকার নিয়োজিত সীমানা নির্ধারণ কমিশন জম্মু-কাশ্মীরের পার্লামেন্টারি ও বিধানসভার আসনের সীমা নির্ধারণের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ভারতের দাবি এই সীমানা নির্ধারণের মাধ্যমেই সেখানে লোকসভা ও বিধানসভা নির্বাচনের পথ খুলে দেবে। ২০১৮ সাল থেকেই সাবেক এই রাজ্যটি কোনো ধরনের সরকার ছাড়াই পরিচালিত হয়ে আসছে।

জম্মু-কাশ্মীরে সব মিলিয়ে ৯০টি বিধানসভার আসন রয়েছে। এর মধ্যে জম্মুতে ৪৩ আসন এবং কাশ্মীরে রয়েছে ৪৭টি। এর আগ, জম্মুতে আসনসংখ্যা ছিল ৩৭টি। 

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর