হোম > বিশ্ব > ভারত

কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্য অযৌক্তিক: ভারত 

কাশ্মীর নিয়ে বিশ্বের মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মন্তব্যকে অযৌক্তিক বলে দাবি করেছে ভারত। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমানা নির্ধারণের বিষয়ে ওআইসির করা মন্তব্যের কড়া প্রতিক্রিয়ায় ভারত এ কথা জানিয়েছে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অরিন্দম বাগচীর বরাত দিয়ে জানিয়েছে, ওআইসি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক মন্তব্য করেছে। 

সংবাদ সম্মেলনে অরিন্দম বাগচী বলেছেন, ‘ওআইসি অযৌক্তিকভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করায় আমরা হতাশ। এর আগেও, ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে ভারতের ইউনিয়ন টেরিটরি জম্মু-কাশ্মীরের বিষয়ে ওআইসির বক্তব্যকে নাকচ করেছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।’ 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাকিস্তানের দিকে ইঙ্গিত করে আরও বলেন, ‘কোনো একটি নির্দিষ্ট দেশের পক্ষ হয়ে এ ধরনে সাম্প্রদায়িক মনোভাব থেকে ওআইসির বিরত থাকা উচিত।’

এর আগে, এ মাসেই ভারত সরকার নিয়োজিত সীমানা নির্ধারণ কমিশন জম্মু-কাশ্মীরের পার্লামেন্টারি ও বিধানসভার আসনের সীমা নির্ধারণের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ভারতের দাবি এই সীমানা নির্ধারণের মাধ্যমেই সেখানে লোকসভা ও বিধানসভা নির্বাচনের পথ খুলে দেবে। ২০১৮ সাল থেকেই সাবেক এই রাজ্যটি কোনো ধরনের সরকার ছাড়াই পরিচালিত হয়ে আসছে।

জম্মু-কাশ্মীরে সব মিলিয়ে ৯০টি বিধানসভার আসন রয়েছে। এর মধ্যে জম্মুতে ৪৩ আসন এবং কাশ্মীরে রয়েছে ৪৭টি। এর আগ, জম্মুতে আসনসংখ্যা ছিল ৩৭টি। 

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত