হোম > বিশ্ব > ভারত

‘ভুল’ করে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ৩ ভারতীয় বিমানবাহিনী কর্মকর্তা বরখাস্ত

ভারতীয় বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভারতের পাঞ্জাব থেকে পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই তিনজনকে বরখাস্ত করা হয়। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দেশটির বিমানবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনাক্রমে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গত ৯ মার্চ ছোড়া হয়ে গিয়েছিল। ঘটনার দায় নির্ধারণসহ মামলার বিষয়ে যারা জড়িত তাদের বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত কমিটি তিনজনকে এই বিস্ফোরণের জন্য দায়ী বলে চিহ্নিত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই তিনজন কর্মকর্তাকে প্রাথমিকভাবে ঘটনার জন্য দায়ী করা হয়েছে। কেন্দ্রীয় সরকার অবিলম্বে তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। আজ মঙ্গলবার থেকেই তাদের দায়িত্ব সমাপ্ত ঘোষণার জন্য আদেশ দেওয়া হয়েছে।’

এর আগে, চলতি বছরের মার্চের শুরুতে ভারত থেকে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের অংশে গিয়ে বিধ্বস্ত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয় পাকিস্তানের পক্ষ থেকে। পরে এই ঘটনাকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে অভিহিত করা হয়। সে সময় ভারতীয় সরকার এই বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ‘প্রযুক্তিগত ত্রুটিকে’ এর জন্য দায়ী করেছিল।

বিস্ফোরণের পর পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ক্ষেপণাস্ত্রটি সীমান্ত থেকে তাদের আকাশসীমার মধ্যে ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে। শব্দের গতির চেয়ে ৩ গুণ বেশি গতিসম্পন্ন ওই ক্ষেপণাস্ত্রটি ৪০ হাজার ফুট উচ্চতায় উঠে গিয়েছিল। উল্লেখ্য, ক্ষেপণাস্ত্রটিতে কোনো ওয়ারহেড না থাকায় তা বিস্ফোরিত হয়নি। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার