হোম > বিশ্ব > ভারত

গুজরাটে ১১ ধর্ষককে মুক্তি দেওয়ায় সুপ্রিম কোর্টে মামলা

কলকাতা প্রতিনিধি

ভারতের গুজরাট রাজ্যে গর্ভবতী নারীকে ধর্ষণ এবং ৭ জনকে খুনের অপরাধে সাজাপ্রাপ্ত ১১ জনের মুক্তি দেওয়ার বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করেছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। সিপিএম নেত্রী সুভাষিণী আলি ও আরও দুজন এই মামলা দায়ের করেন। ভারতের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, সঠিক সময়েই এই বিষয়ে মামলার শুনানির দিন ধার্য করা হবে।

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার কিছুদিন পর নিজ বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন সেই সময়ে ৫ মাসের গর্ভবতী বিলকিস বানু। তাঁর চোখের সামনে আছড়ে মাথা গুঁড়িয়ে দিয়ে হত্যা করা হয় তিন বছরের সন্তানকে। সেদিন বিলকিস বানুর পরিবারের মোট ৭ জন খুন হন। সেই ঘটনায় আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেন। এবং মামলাটিকে গুজরাট থেকে মহারাষ্ট্রের আদালতে স্থানান্তর করেন।

পরে ২০০৮ সালে মুম্বাইয়ে সিবিআইয়ের বিশেষ আদালত ১১ জনকে দোষী সাব্যস্ত করেন এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে মহারাষ্ট্র হাইকোর্ট সেই রায়ই বহাল রাখেন। তারপর থেকেই কারাবন্দী ছিলেন ওই ১১ জন।

কিন্তু চলতি বছরের ১৫ আগস্ট ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে ১১ জনকেই মুক্তি দেয় গুজরাটে ক্ষমতাসীন বিজেপি সরকার। গুজরাট সরকারের এই সিদ্ধান্তে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। বিজেপি সরকারের বক্তব্য, বিগত ১৪ বছর জেলে খুব ভালো ব্যবহার করেছেন কয়েদিরা। তাই আইন মেনেই তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে সরকারের এই কৌশলী বক্তব্য ছাপিয়ে গোধরার বিজেপি বিধায়ক সিকে রাউলজি ধর্ষকদের মূল্যবোধের প্রশংসা করে তাদের ব্রাহ্মণ বংশে জন্মানোর কথাও মুক্তির স্বপক্ষে যুক্তি দাঁড় করান।

তবে নির্যাতনের শিকার বিলকিস এই সিদ্ধান্তে মর্মাহত। বিলকিসের আর্তনাদ, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমাকে সুস্থভাবে বাঁচতে দিন।’ 

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি